আশরাফুল ইসলাম : ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ইব্রাহিম মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ইব্রাহিম মিয়া নান্নার ইউনিয়নের ঋষি পাড়ার বাসিন্দা। গত রাতে ৬ থেকে ৮ সদস্যের একটি ডাকাত দল হঠাৎ করে তার ঘরের ভিতর প্রবেশ করে। ডাকাতরা বাড়ির লোকজনকে জিম্মি করে এবং দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ ৩-৪ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।
তবে ডাকাত দল পালানোর সময় সাদা প্রাইভেটকারে থাকা এক ডাকাতকে এলাকাবাসী ধরতে সক্ষম হয়। এরপর ধামরাই থানায় খবর দেয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আটককৃত ডাকাতকে থানায় নিয়ে আসে। বর্তমানে ওই ডাকাতকে চিকিৎসার জন্য ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ইব্রাহিম জানান, ডাকাতির ঘটনায় তার ৩ থেকে ৪ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার লুট হয়েছে। তার ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এসে এক ডাকাতকে আটক করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, “তথ্য পাওয়ার সাথে সাথে পুলিশ টিম পাঠিয়ে আটক ডাকাতকে উদ্ধার করি এবং বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।