সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনার দায়ে চার জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
গতকাল শনিবার দিবারাত ১১টার দিকে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার তিতুমীর একাডেমির মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- টাংগাইলের নাগরপুর উপজেলার সারুটিয়া গাজী গ্রামের আবুল হোসেনের ছেলে মোশারফ হোসাইন (২০), মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ মাসুদ মিয়া (২৩), মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার বেলাল হোসেনের ছেলে মোঃ মিজানুর রহমান (২০) ও টাংগাইলের নাগরপুর উপজেলার সারুটিয়া গাজী গ্রামের ভূগোল হাট গ্রামের বাহেজের ছেলে মোঃ সোলাইমান হোসেন (২০)।
পুলিশ জানায়, পশ্চিম দাশড়া শহীদ তিতুমীর একাডেমী ল্যাবরেটরি স্কুল এর মাঠে কতিপয় লোকজন একত্রিত হয়ে বিভিন্ন বিদ্যুৎ অফিসে হামলা, বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জনগণের মধ্যে ভীতি সঞ্চালনের জন্য নাশকতামূলক অর্ন্তঘাতমূলক কার্য তথা জননিরাপত্তার বিঘ্ন সৃষ্টি করার লক্ষে এবং বাংলাদেশ সরকারকে উৎখাতের চেষ্টায় লিপ্ত হইয়া গোপন বৈঠকে যোগদান করেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ৩০-৪০ জন পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাঁদা আদায়ের রশীদ, ধর্মীয় বই ও কম্পোজকৃত চিঠি উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনাকারী চারজনকে আটক করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।