শেষ রক্ষা হলো না ইশ্রাফিলের, ১২ বছর পর র‌্যাবের হাতে ধরা

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : ঝালকাঠি জেলার রাজাপুর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলায় দীর্ঘ ১২ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার মোঃ ইশ্রাফিল (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ (সপিসি-৩)।

সোমবার (২৪ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ (সপিসি-৩) এর লে: কমান্ডার মো: আরিফ হোসেন।

ঘটনার বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ইশ্রাফিল (৪০) আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। সেন দীর্ঘদিন যাবত আন্তঃজেলায় ডাকাতি করে জীবিকা নির্বাহ করে আসছিল। তার সহযোগী ডাকাতদের নিয়ে ২০০৮ সালে ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন হাজী মনসুর আলীর বাড়িতে ডাকাতি করতে গেলে নিজ গালুয়া সাকিনস্থ জনগণ উক্ত ডাকাতকে ধরে রাজাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। উক্ত ঘটনায় হাজী মনসুর আলী বাদি হয়ে রাজাপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন, যাহার মামলা নং -১২৯/০৮, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০। ২৫ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায়। অত্র মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ইশ্রাফিলসহ তার সহযোগীদের অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পরবর্তীতে চার্জশীটের ভিত্তিতে আদালত উক্ত মামলার বিচারকার্য পরিচালনা করেন এবং পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে হাজী মনসুর আলীর বাড়িতে ডাকাতি করার অপরাধে ঝালকাঠি জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চার্জশীটে অভিযুক্ত আসামী ডাকাত সর্দার ইশ্রাফিল (৪০) কে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলা বিচারাধীন থাকা অবস্থায় ইশ্রাফিল জামিনে মুক্তি পাওয়ার পর থেকে গত দীর্ঘ ১২ বছর পলাতক ছিল।

মো: আরিফ হোসেন জানান, আসামী ইশ্রফিল পলাতক থাকাবস্থায় ছদ্মবেশে দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় নিজেকে আত্মগোপন রেখে বিভিন্ন গার্মেন্টসে চাকুরী করে জীবন যাপন করতো। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কবিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।