জুমবাংলা ডেস্ক : ঢাকার ধামরাইয়ে পূর্বশত্রুতার জেরে স্ত্রীর সামনে প্রকাশ্য দিবালোকে সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা মোঃ বাবুল হোসেন হত্যার ঘটনায় জড়িত ও মামলার এজাহার নামীয় অনিক, শয়ন ও আয়নাল নামে তিন আসামি কে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদাতলে পাঠিয়েছে ধামরাই থানা পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানান ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। এর আগে শনিবার তাদের বিভিন্ন এলাকায় অভিযান করে গ্রেফতার করা হয়।
নিহত বাবুল হোসেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি কুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপির (যুবদল) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে ধামরাইয়ের আকসির নগরে সরিষা মাড়াই করার সময় পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা মোহাম্মদ বাবুলকে তার স্ত্রীর সামনে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে আসামি আয়নাল,অনিক ও শয়নকে গ্রেফতার করা হয়।
পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।