জুমবাংলা ডেস্ক : পাবনার ভাঙ্গুড়ায় মরা গরু জবাই করে বিক্রির চেষ্টার অভিযোগে এলাকাবাসীর হাতে আটক হন ফরিদ হোসেন (৩০) ও স্বপন আলী (৩২) নামে দুই কসাই। পরে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা করে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার আজ বুধবার বিকেলে উপজেলার উত্তর মেন্দা গ্রামে এই অভিযান চালান।
জানা যায়, ফরিদ ও স্বপন দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া শরৎনগর বাজারে শহিদুল ইসলামের মাংসের দোকানে কসাইয়ের কাজ করেন।
আজ বুধবার দুপুরে তাদের একটি গরু মারা যায়। এদিন বিকেলে ফরিদ ও স্বপন চাকু, ছুরি, চাপাতিসহ মরা গরুটি একটি নছিমন গাড়িতে করে নিয়ে মণ্ডতোষ ইউনিয়নের উত্তর মেন্দা গ্রামের একটি নির্জন এলাকায় নিয়ে নামান। সেখানে তারা গরুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করে নছিমন গাড়িতে তুলে নিয়ে শরৎনগর বাজারের উদ্দেশে রওনা হন। এ সময় গ্রামের বাসিন্দারা তাদের আটক করে প্রশাসনকে খবর দেয়।
পরে উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে গিয়ে মরা গরুর বিষয়টি নিশ্চিত হয়ে অভিযুক্ত ফরিদ ও স্বপনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এর আগেও এই মাংসের দোকানের মালিককে মরা গরুর মাংস বিক্রি করার অপরাধে জরিমানা করে প্রশাসন।
গ্রামের বাসিন্দারা জানায়, প্রায় ছয় মণ ওজনের মরা গরুর মাংস বিক্রির উদ্দেশ্যে ওই দুই কসাই তাদের দোকানে নিয়ে যাচ্ছিলেন। এত বড় অপরাধে মাত্র ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগেও এই মাংসের দোকানের মালিক এমন অপকর্ম করেছেন। প্রতিবারই সামান্য জরিমানা করায় তারা বারবারই এমন অপরাধ করার সাহস পাচ্ছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার বলেন, ‘মরা গরুর মাংস বিক্রির জন্য প্রস্তুত করায় দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্বিতীয়বার এমন অপরাধ করলে তাদের দুই বছর পর্যন্ত জেল দেওয়ার বিধান রয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।