জুমবাংলা ডেস্ক : সরকার নির্বাহী আদেশে আগামী ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করায় উক্ত দুই দিন দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসাকেন্দ্র, শাখা ও বুথ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (DFIM) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৭ মে যে প্রজ্ঞাপন জারি করেছে, তার ভিত্তিতে আগামী ১১ জুন (বুধবার) এবং ১২ জুন (বৃহস্পতিবার) দিনগুলোকে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এরই ধারাবাহিকতায়, ঈদের এই ছুটির দিনগুলোতে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসাকেন্দ্র, শাখা এবং বুথ বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে।
উক্ত নির্দেশনা দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিকট পাঠানো হয়েছে বলেও কেন্দ্রীয় ব্যাংক নিশ্চিত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।