বিনোদন ডেস্ক : দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা আগেই দিয়েছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি জানান এরই মধ্যে তার প্যানেল প্রস্তুত এবং তাতে চমক রয়েছে।
শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করেন মনোয়ার হোসেন ডিপজল। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এবার তিনি সভাপতি পদে নির্বাচন করবেন।
ডিপজলের প্যানেলে সাধারণ সম্পাদক পদে কে প্রার্থী হবেন? এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ‘চমক আছে, এখনই বলব না। তবে আমার প্যানেল প্রস্তুত।’
জায়েদ খান কোন পদে নির্বাচন করবেন? উত্তরে তিনি বলেন, ‘জায়েদ খান আমাদের প্যানেলে থাকবে। রুবেল, মৌসুমী সবাই থাকবে। সাধারণ সম্পাদক কাকে করছি তা এখনই বলব না। এটা চমক হিসেবে রাখছি।’
এদিকে চলচ্চিত্র পাড়ায় চাউর হয়েছে, ডিপজলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে মৌসুমী প্রার্থী হবেন। এ বিষয়ে ডিপজল বলেন, ‘কয়েক দিনের মধ্যে আমরা নিজেরা একটা মিটিং করব। আমাদের প্যানেল প্রস্তুত। রুবেল ফিফটি মৌসুমী ফিফটি। যাকে নিব আমার মনে হয়, সবাই খুশি হবেন। সবই ফাইনাল করা, শুধু ঘোষণা দেওয়া বাকি। যেটা করলে সমিতির ভালো হয়, সেটাই করার চিন্তা করব।’
অভিনয়শিল্পীদের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডিপজল বলেন, ‘দেখলেন তো গত নির্বাচনে কত কি হলো। কিন্তু শিল্পী সমিতির কি উপকার হলো? সমিতির সদস্যদের কি উপকার হলো? কিছুই হলো না। বাদপড়া শিল্পীদের সদস্যপদ আমি আবার ফেরত দেব।’
সূত্র : রাইজিংবিডি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।