বিনোদন ডেস্ক : সবসময় চর্চার কেন্দ্রে ছিলেন বলিউড অভিনেত্রী অরুণা ইরানি। কখনো পরকীয়া আবার কখনো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে কখনোই সম্পর্ক নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তার অতীত জীবনের প্রেম-পরকীয়াসহ বিভিন্ন বিষয়ে খোলসা করেছেন অরুণা। তিনি পরকীয়ার ব্যাপারে বলেছেন, ‘কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে থাকলে ওই পুরুষের স্ত্রী সবসময় অপর মহিলাকে দোষারোপ করেন। যেন ওই মহিলার জন্যই তার সংসার ভেঙেছে।’
কৌতুকাভিনেতা মেহমুদের সঙ্গে বহু সিনেমায় কাজ করার সময় তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হয়। সে সময় বিবাহিত ছিলেন মেহমুদ। অরুণা ও মেহমুদের পরকীয়া নিয়ে বলিপাড়ায় বিতর্ক শুরু হয়। এরপর ১৯৯০ সালে বিবাহিত পরিচালক কুকু কোহলিকে বিয়ে করেন। তবে বিয়ে নিয়ে মুখ খুলেছেন কুকুর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর।
পরিচালককে বিয়ে করলেও তিনি বলেছেন, তার জশ-খ্যাতি সব নাকি মেহমুদের জন্য পেয়েছনে। এক সময় ইন্ডাস্ট্রিতে তিনি কোনো কাজ পাচ্ছিলেন না। মেহমুদ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।
তবে জশ-খ্যাতির সঙ্গে সঙ্গে নাকি ক্যারিয়ার নষ্টও করেছিলেন মেহমুদ। এমনটাই দাবি অরুণার। কেননা ‘বম্বে টু গোয়া’ সিনেমা মুক্তির পর বলিপাড়ায় রটে যায়, তিনি মেহমুদকে বিয়ে করেছেন। যখন মেহমুদকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা বিয়ে করেছেন কি না, মেহমুদ ছিলেন নির্বাক। তার রেশেই নাকি কাজের সুযোগ পাচ্ছিলেন না অরুণা।
১৯৬১ সালে ‘গঙ্গা যমুনা’ সিনেমায় প্রথম অভিনয় অরুণার। হিন্দি, কন্নড়, গুজরাটি এবং মারাঠি ভাষার সিনেমা মিলিয়ে ৫০০-র বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।