বিনোদন ডেস্ক: গেল বছরের শেষের দিকে মাদককাণ্ডে জড়িয়ে পড়েন শাহরুখপুত্র আরিয়ান খান। হাজতবাসেও ছিলেন বেশ কিছুদিন। তবে এবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মাদক মামলা থেকে তাকে নিষ্কৃতি দিয়েছে।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দাবি, আরিয়ান নিজেই নাকি বলেছিলেন, তিনি এক সময়ে গাঁজা খাওয়ার অভ্যাস শুরু করেছিলেন।
উপযুক্ত প্রমাণের অভাবে আরিয়ান খানসহ ছয়জনের নাম চার্জশিটে রাখা হয়নি। চার্জশিট অনুসারে, আরিয়ান খান এনসবির সামনে একটি বিবৃতি দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে স্নাতক করার সময়ে ২০১৮ সালে তিনি গাঁজা খাওয়া শুরু করেন।
আরিয়ান আরও বলেন, সেই সময় তার ঘুমের সমস্যা হচ্ছিল। তিনি ইন্টারনেটে কিছু আর্টিকেল পড়ে জানতে পারেন, গাঁজা খেলে নাকি এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই গাঁজার অভ্যাস শুরু করেন তিনি।
এনসিবির সদর দফতরের অভিযোগপত্রে বলা হয়, তদন্তের সময়ে আরিয়ান খানের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি এবং আরবাজ খান বা অন্যদের সঙ্গে ষড়যন্ত্রে তার ভূমিকা বা জড়িত থাকার কোনো সুনির্দিষ্ট প্রমাণও নেই। তাই এ ব্যাপারে তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হচ্ছে না।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।