আন্তর্জাতিক ডেস্ক : জরিপের আভাস অনুযায়ী আসন্ন মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প থেকে তিনটি আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। এই আসনগুলোতে কমলার কাছে ধরাশায়ী হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
শনিবার প্রকাশিত নিউইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের জরিপের ফলাফলে বলা হয়েছে, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ তিনটি আসনে এগিয়ে রয়েছেন কমলা। এসব আসনে তাকে সমর্থনকারী ভোটারদের সংখ্যা ৫০ শতাংশ। পক্ষান্তরে ট্রাম্পকে সমর্থন করেন ৪৬ শতাংশ ভোটার। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়, জুনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স এবং ভবিষ্যতে প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্বপালন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই। নিজ দলের শীর্ষ পর্যায়ের নেতারাও তার সমালোচনা করেন। সেই প্রেক্ষিতে বাইডেন আসন্ন নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন এবং কমলা হ্যারিসকে সমর্থন দেন। সমর্থনের পরই ডেমোক্র্যাটদের পক্ষে জোর প্রচার শুরু করেন কমলা। ইতিমধ্যেই তার সমাবেশের প্রভাব পড়তে শুরু করেছে ভোটারদের ওপর। আনুষ্ঠানিকভাবে প্রচার শুরুর পর তরুণ ভোটার এবং বিভিন্ন আইনপ্রণেতাদের কাছ থেকে শক্তিশালী সমর্থন পেয়েছেন কমলা।
এদিকে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে কমলা রানিং মেট ঘোষণা করার পর থেকেই ডেমোক্র্যাটদের মধ্যে উৎসাহ আরও বৃদ্ধি পেয়েছে। তবে বাইডেন প্রশাসন গাজা ইস্যুতে সরাসরি ইসরাইলের প্রতি সমর্থন করায় চূড়ান্ত ভোটের ফলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বেশ সমালোচনার মুখে পড়েছে দলটি। বিশেষ করে মিশিগান অঙ্গরাজ্যে আরব বংশোদ্ভূত মার্কিন ভোটারদের ভোট হারাতে পারে কমলার দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।