জুমবাংলা ডেস্ক : ২০২৪ সালের হজনীতি ঘোষণা করেছে সৌদি আরব। আগামী বছরও বাংলাদেশ থেকে ১ লাখ ২৭১৯৮ জন হজ করতে পারবেন। পাশাপাশি চলতি বছরের সার্বিক হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূয়সি প্রশংসা করেন সৌদি।
গতকাল রোববার ২ জুলাই মক্কায় দক্ষিণ এশিয়া হাজী সেবা সংস্থার কনফারেন্স হলে বাংলাদেশের বেসরকারি হজ এজেন্সিজ এসোসিয়েশনের উদ্যোগে এক মতবিনিময় সভায় সৌদি সরকারের পক্ষ থেকে আল-বাইত গেস্টস-এর সি ই ও ওসামা বিন দানেশ এই ভূয়সি প্রশংসা করেন।
হাব-এর সভাপতি শাহাদাত হোসেন তসলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
অনুষ্ঠানে সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করায় সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান আল সৌদকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী রুট টু মক্কার অধীনে হাজীদের লাগেজ পরিবহনে অব্যবস্থাপনা, মিনা তাবুতে বিদ্যুতের সমস্যা, আরাফা ময়দানে হাজীদের খাবার সময়তো প্রদান না করাসহ বিভিন্ন সমস্যা এবং হারানো লাগেজ দ্রুত হাজীদের নিকট পৌঁছে দিতে ব্যবস্থা নেওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষকে আহ্বান জানান। সৌদি আরবের হজ ব্যবস্থাপনায় সহযোগিতা করায় মক্কা বাংলাদেশ সহজ মিশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি হজ এজেন্সিজ এসোসিয়েশনকে ধন্যবাদ জানান তিনি।
হাব-এর সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতির সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার, কাউন্সিলর হজ জহিরুল ইসলাম, হাব মহাসচিব ফারুক আহমেদসহ সৌদি ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।