মহাকাশ থেকে হিমালয় দেখতে যেমন লাগে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আরব আমিরাতের প্রথম মহাকাশচারী আল-নেয়াদি। যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয় মাসের মিশনে আছে। মহাকাশে মিশনে থাকাকালীন এই নভোচারী তার বিভিন্ন অভিজ্ঞতার কথা জানান। মহাকাশের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এবার তিনি হিমালয়ের ছবি তুলেছেন। তার ক্যামেরায় আকাশ থেকে হিমালয়ের অন্যন্য চিত্র ফুটে উঠেছে। ছবিগুলো রীতিমতো ভাইরাল হয়েছে।

নেয়াদির পোস্ট করা ছবিতে হিমালয়ের ওপরে মেঘের চাদর দেখা যাচ্ছে। সে যেন মেঘ-পাহাড়ের এক অত্যাশ্চর্য দৃশ্য। পৃথিবী বিখ্যাত এই পর্বতশ্রেণি ভারত, পাকিস্তান থেকে শুরু করে চীন, ভুটান ও নেপাল পর্যন্ত বিস্তৃত।

হিমালয়ের তুষারময় চূড়াগুলো মহাকাশ থেকে অতীব সুন্দর দেখায়। আর তা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।

ছবিটি শেয়ার করার সময় তিনি ক্যাপশন লিখেছেন, মহাকাশ থেকে হিমালয় দেখা যাচ্ছে। সঙ্গে এভারেস্টের চূড়াও। ছবিতে মেঘে ঘেরা বরফে ঢাকা হিমালয় দেখা যাচ্ছে।

আল-নেয়াদির পোস্টে প্রচুর মানুষ কমেন্ট করেছে। একজন লিখেছেন, আপনাদের মতো মহাকাশচারীর জন্য সাধারণ মানুষ কত কিছুর সাক্ষী হতে পারে।

আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, আশ্চর্যজনক দৃশ্য। এত মেঘে ঢাকা। দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আপনি যেখানে আছেন, সেখানে নিরাপদ থাকুন।

আরেকজন লিখেছেন, এই সুন্দর ছবিগুলো পাঠানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এখনও পর্যন্ত এই লাখ খানেক মানুষ দেখেছেন। শেয়ারও হয়েছে কয়েক হাজার।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে যেভাবে খাবেন করলা