বিনোদন ডেস্ক : সদা সর্বদা হাসিখুশি আমুদে মানুষটির এমন হঠাৎ করে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না টলিইন্ডাস্ট্রির কলাকৌশলীরা। বুধবার দিন মধ্যরাতে হূদরোগে আক্রান্ত হয়ে বছর ৫৮ এর এই প্রথিতযশা অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় পরলোকগমন করেন আর তারপর থেকেই শোকোস্তব্ধ সারা টালিগঞ্জপাড়া।
অভিনেতার মৃত্যুর পর থেকে নেট দুনিয়ার আনাচে-কানাচে ছড়িয়ে পড়ছে তার কাটানো শেষ মুহূর্তের ভিডিও আর ছবি। আর এইবার সেই ধারা বজায় রেখেই ভাইরাল হলো অভিনেতার কাটানো শেষ পিকনিকের কিছু আনন্দঘন মুহূর্তের ভিডিও।
“খড়কুটো” ধারাবাহিকে তৃণার ড্যাডির চরিত্রে অভিনয় করলেও “মোহর” ধারাবাহিকে আদিদেব সেনের চরিত্রে অভিনয়কারী এই অভিনেতাকে মার্চ মাসেই উক্ত ধারাবাহিকের কলাকৌশলীদের সাথে জমাটি পিকনিকে আনন্দ করতে দেখা গিয়েছিল। নাচে,গানে ভরপুর এদিনের প্রতিটি মুহূর্তকে লেন্সবন্দী করে অভিনেতা এদিন পোস্ট করেছিলেন নিজের সামাজিক মাধ্যমে। ১১ই মার্চ এর আগের পোস্ট করা ভিডিওটিই অভিনেতার শেষ ভিডিও।
ভাইরাল এই ভিডিওটিতে কখনো অভিনেতাকে দেখা যাচ্ছে অন্তাক্ষরী খেলতে আবার কখনো তার দেখা মিলছে সবার সাথে গানের তালে তাল মেলাতে। সবমিলিয়ে অভিনেতার জীবনের শেষ পিকনিকের আনন্দঘন মুহূর্ত গুলি বর্তমানে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল। অনুরাগীরা মন্তব্য বাক্সে ভারী হৃদয়ে বিদায় জানাচ্ছেন প্রিয় অভিনেতাকে।
তবে শুধুমাত্রই শেষ পিকনিকের ভিডিওই নয়। এই দিন সামাজিক মাধ্যম থেকে উঠে এসেছে তার চরিত্রের অপরূপ দিকগুলি। মেয়ে ছিল অভিনেতার চোখের মনি। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছে বাবা কর্তৃক মেয়েকে বিনুনী করে দেওয়ার সুন্দর সব মুহূর্তেরা।
এদিন অভিনেতার প্রস্থান প্রসঙ্গে খড়কুটো ধারাবাহিকের অভিনেত্রী মালবিকা সেন সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জানান,সারাক্ষণ হৈ-হুল্লোড়,আনন্দে মাতিয়ে রাখতেন প্রয়াত অভিনেতা। সকালে উঠে এমন দুঃসংবাদ শুনবো এ কথা স্বপ্নেও ভাবতে পারেননি তিনিও।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.