বিনোদন ডেস্ক : একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘অসময়’। ইতোমধ্যে বিশ্বজুড়ে ৩ লাখেরও বেশি দর্শক দেখেছেন এটি। ওয়েব ফিল্মটির ভিউ ছাড়িয়েছে ৩.৫ কোটিরও বেশি মিনিট।
কাজল আরেফিন অমি পরিচালিত ‘অসময়’ সিরিজটি গেল বছরের ‘হোটেল রিল্যাক্স’-এর সব রেকর্ড ভেঙে দিয়েছে। অমি নিজেই নিজেকে টক্কর দিয়ে চলেছেন।
সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে উর্বির জীবনের গল্প নিয়ে নির্মিত কাজল আরেফিন অমির প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’। গত ১৮ জানুয়ারি মুক্তি পায় বঙ্গতে। এরপর থেকেই ওয়েব ফিল্মটি বেশ আলোচনা সৃষ্টি করেছে।
ওয়েব ফিল্মটি পরিচালক অমির অন্যান্য কাজ থেকে অনেকটাই আলাদা। এখানে তিনি বর্তমান সমাজ ও সময়ের গল্প বলার চেষ্টা করেছেন। এই ওয়েব ফিল্মের গল্প ছুঁয়ে গেছে দর্শকদের হৃদয়। সিরিয়াস গল্পের পাশাপাশি অমির চিরায়ত হাসির রসদও ছিল এখানে।
‘অসময়’-এর রেকর্ড গড়া নিয়ে পরিচালক বলেন, কনটেন্টটি নিয়ে আমাদের সবারই অনেক আশা ছিল। রিলিজের পরপরই দারুণ সাড়া পেয়েছি। কিন্তু ভাবিনি যে এটা ‘হোটেল রিল্যাক্স’-কেও ছাড়িয়ে যাবে। দর্শকরা অসময়কে খুব ভালোবেসেছেন। দর্শকরা এমন সাপোর্ট দিচ্ছেন বলেই আগামীতে আরও ভালো করার উৎসাহ পাচ্ছি।
‘অসময়’-এর মূল চরিত্র উর্বির ভূমিকায় অভিনয় করেছেন এই সময়ের প্রতিভাবান অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এছাড়া উর্বির বাবা-মায়ের চরিত্রে তারিক আনাম খান ও মুনিরা মিঠুর দুর্দান্ত অভিনয় দর্শকদের যেমন কাঁদিয়েছে; পাশাপাশি হাসিয়েছে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তা চরিত্রে শরাফ আহমেদ জীবন ও ইরেশ জাকের জুটির মজার রসায়ন। আইনজীবীর ভূমিকায় আলাদাভাবে নজর কেড়েছেন রুনা খান। পাশাপাশি পারিবারিক জীবনের দৃশ্যে ইন্তেখাব দিনারের সঙ্গে তার একে অপরকে ছাড়িয়ে যাওয়া অভিনয় ছিল নজরকাড়া।
পাশাপাশি শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, সুমন পাটোয়ারী প্রমুখ যার যার চরিত্রে ছিলেন অনবদ্য। ক্ষণিকের উপস্থিতিতে নিজেকে চমৎকারভাবে মেলে ধরেছেন জিয়াউল হক পলাশ।
অসাধারণ সিনেমাটোগ্রাফি, দুর্দান্ত সংলাপ, চমৎকার কালার গ্রেডিং এবং দারুণ সব আবহ সঙ্গীত নিয়ে ‘অসময়’কে কাজল আরেফিন অমির দারুণ একটি কাজ বলছেন নেটিজেনরা।
প্রযোজক ও বঙ্গ-এর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘অসময়’ ওয়েব ফিল্ম ‘হোটেল রিল্যাক্স’র চেয়েও ভালো করেছে এটাতে আমরা খুবই আনন্দিত। দর্শক এভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন বলে আমাদের আশা।
বঙ্গ এর সিওও এবং সহ-প্রতিষ্ঠাতা ফায়াজ তাহের বলেন, ‘আমরা আমাদের প্রযুক্তিগতভাবে আরও এগিয়ে যেতে ক্রমাগত কন্টেন্ট অ্যাডভার্টাইজিংয়ের বিভিন্ন উপায় ও পদ্ধতি নিয়ে কাজ করছি। গত বছর আমরা নতুন বিজ্ঞাপন সরঞ্জামগুলোর সাথে অনেক বিটা-পরীক্ষা করেছিলাম, যেমন L-আকৃতির স্ক্রিনে ক্লিকযোগ্য ডিজিটাল বিজ্ঞাপন। এছাড়া আরও নতুন নতুনভাবে আমাদের কন্টেন্টকে তুলে ধরার জন্য এই বছর বিভিন্ন পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করেছি।’
বঙ্গ ভবিষ্যতে আরও ভিন্নধর্মী ও নতুন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করে বাংলাদেশে ওটিটির বিনোদনের মানকে পুনরায় সংজ্ঞায়িত করতে বদ্ধপরিকর। এর ফলে দর্শকরা আরও ভালো ভালো রোমাঞ্চকর সিনেম্যাটিক অভিজ্ঞতা পাবে বলে আশা করা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।