আসামে ভালোবাসা পেয়ে যা বললেন শ্রাবন্তী

শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : প্রিয় তারকাদের চোখের সামনে দেখলে সকলেরই আনন্দ হয়। অনেকে তারকাদের নানা উপহার দেন। ভালোবাসা পেয়ে খুশি হন তারকারাও। সেই আনন্দ প্রকাশও করেন।

শ্রাবন্তী

রবিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তেমনই আনন্দ প্রকাশ করেছেন টালিউড তারকা শ্রাবন্তী।

এক অনুষ্ঠানে যোগ দিতে আসামের শিলচরে গিয়েছেন তিনি। সেখানে মানুষের উচ্ছ্বাস দেখে আপ্লুত অভিনেত্রী। ভিডিওতে দেখা গেল নায়িকার সেই উত্তেজনাই। বিমানবন্দরে নামতেই ভক্তরা ঘিরে ধরেন তাকে। ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হলো। সঙ্গে আসামের বিখ্যাত গামছা ও জাপি। এত সব উপহার পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী।

শ্রাবন্তী ভারতীয় গণমাধ্যমকে বললেন, আমি শিলচরে একটি অনুষ্ঠানের জন্য এসেছি। মানুষের এত ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে। তাই তো সঙ্গে সঙ্গে ভিডিও করে পোস্ট করেছি।

দুর্ধর্ষ ফিচারের সঙ্গে কিলার লুক, বাজার কাঁপাতে নোকিয়ার নতুন চমক

তিনি বলেন, এখানে একজন আমার জন্য ইলিশ মাছ রান্না করে এনেছে। ইলিশ মাছ, মুরগির মাংস দিয়ে জমিয়ে খাওয়াদাওয়া করছি। এখানকার মানুষের আন্তরিকতা দেখে মনটা আমার ভরে গিয়েছে।