বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমায় নজির গড়েছে ‘পাঠান’। এই ছবির মাধ্যমেই চার বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফেরেন শাহরুখ। অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাঁর ক্যারিয়ার নিয়ে। তবে তাঁদের সবাইকে এই একটা ছবির মাধ্যমে উত্তর দেন অভিনেতা। এই মুহূর্তে ‘জওয়ান’ ছবির শুটিং করছেন অভিনেতা।
সদ্য কাশ্মীর থেকে ফিরছেন। এর মাঝে শাহরুখের দেখা পাওয়া গেল আসানসোলে। হাতের কাছে শাহরুখকে পেয়ে একেবারে নিজস্বী তোলার হিড়িক। তবে এই শাহরুখ রক্তমাংসের নয়, এটা মোমের শাহরুখ।
চুলে পনিটেল, চোখে রোদচশমা, সাদা শার্ট, টাইট জিন্স পরে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। একেবারে ‘ঝুমে জো পাঠান’ গানের বিখ্যাত সেই লুকে। তবে সবটাই মোমের তৈরি। কেউ ছুঁয়ে দেখছেন শাহরুখের মূর্তি, কারো চোখে বিস্ময়, কেউ কেউ ব্যস্ত নিজস্বী তুলতে। শাহরুখের মূর্তিটি তৈরি করেছেন আসানসোলের ভাস্কর্যশিল্পী সুশান্ত রায়। যাঁর নিজের একটি ওয়াক্স মিউজিয়াম রয়েছে।
ওয়াক্স মিউজিয়ামে অনেকেই শাহরুখ খানের মূর্তি তৈরির দাবি জানিয়েছিলেন। শেষ পর্যন্ত দাবি পূরণ করল ভাস্কর্যশিল্পী সুশান্ত রায়। তিনি তার জাদুঘরে কিং খান অর্থাৎ শাহরুখ খানের মোমের মূর্তি স্থাপন করেছেন।
সুশান্ত রায় জানান, তাঁর জাদুঘরে একটি রেজিস্টার রয়েছে, যেখানে জাদুঘরে আসা দর্শক তাঁদের পছন্দের কথা লিখে যান। সেখানেই তাঁরা জানান, কোন তারকাকে দেখতে চান তাঁরা। শিল্পী জানান, অনেকেই শাখরুখ খানের মূর্তি তৈরির দাবি জানিয়েছিলেন। তিনি বললেন, ‘আমি যে ভাস্কর্য নির্মাণ করেছি, সেটি সম্পূর্ণ মোমের তৈরি। কাপড়গুলো আমার মেয়ে স্নেহা তৈরি করেছে।’
বৃদ্ধ বয়সে সুন্দরীদের সাথে ঘনিষ্ঠ দৃশ্য ঝড় তুলেছেন এই অভিনেতারা
শাহরুখের এই মোমের মূর্তি উদ্বোধন করেন আসানসোলের মহানাগরিক বিধান উপাধ্যায়। শিল্পীর হাতের জাদুতে শাহরুখ যেন বাস্তবের সুপারস্টার হয়ে উঠেছেন।
সূত্র : আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।