স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলছে ব্রাদার্স ইউনিয়েনের বিপক্ষে। বিকেএসপির চার নম্বর মাঠে সেই ম্যাচে বল হাতে জাদু দেখালেন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ক্যারিয়ারের প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করলেন তিনি।
১০ ওভার বোলিং করে মাত্র ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন আশরাফুল।
শুরুটা করেছিলেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হাফিজকে দিয়ে। এরপর আশরাফুল একে একে তুলে নেন রনি তালুকদার, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম ও ইয়াসির আরাফাত মিশুর উইকেট। তাতেই পেয়ে যান ক্যারিয়ারে প্রথমবারের পাঁচ উইকেট শিকারের স্বাদ।
প্রথমে ২৮ রান করা হাফিজকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন আশরাফুল। এরপর অর্ধশতক হাঁকানো রনি তালুকদারকে (৫৮) বোল্ড করেন। সোহরাওয়ার্দী শুভকে সাজঘরে ফিরিয়ে নিজের তৃতীয় শিকার ধরেন এই লেগ স্পিনার। পরের ওভারে বোলিং করতে এসে শুভাগতকে ফিরিয়ে চতুর্থ উইকেট শিকার করেন আশরাফুল।
জাহিদুজ্জামানের সঙ্গে ইয়াসিন মিশু কিছুটা লড়াই করার চেষ্টা করলেও তা থামান আশরাফুল। দলীয় ১৫১ রানে মিশুকে আউট করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। আশরাফুলের পাঁচ উইকেটের পরও শেষদিকে জাহিদুজ্জামানের অপরাজিত ৪১ রানের সুবাধে মোহামেডান পায় ২০৬ রানের সংগ্রহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।