স্পোর্টস ডেস্ক : অনেক দিন ধরেই মাঠের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে টিভি অনুষ্ঠানে তাকে প্রায়ই কথা বলতে দেখা যায়। এবার ৩৯ বর্ষী এই ক্রিকেটারকে দেখা যাবে বিশ্বকাপের ভেন্যুতে। বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টসের হয়ে ম্যাচ বিশ্লেষণ করবেন আশরাফুল।
সাংবাদিক ক্যাটাগরিতে ভারতের ভিসা নিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার। বেসরকারি টিভি চ্যানেলটির হয়ে এবার প্রেস বক্সে থাকছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।
বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তার সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করলেন ভারতে চলা ওয়ানডে বিশ্বকাপের মধ্য দিয়ে। শনিবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামের প্রেসবক্সে বসেছেন একজন সংবাদকর্মী হিসবেই।
লাল সবুজের জার্সিতে ১৭৭ ওয়ানডে ম্যাচ খেলে ৩ হাজার ৪৭৮ রান করেছেন আশরাফুল। ২২.২৩ গড়ে ৩টি সেঞ্চুরি ও ২০ হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।