স্পোর্টস ডেস্ক : দীর্ঘ প্রায় এক যুগ ধরে বাংলাদেশ দলের নির্বাচক প্যানেলে যুক্ত আছেন মিনহাজুল আবেদিন নান্নু। তবে চলতি বিশ্বকাপে সাকিব বাহিনীর ভরাডুবির পর তাকে সরিয়ে দেওয়ার আলোচনায় উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। এ ছাড়া দেশের অনেক গণমাধ্যমেই তাকে সরিয়ে দেওয়ার বিষয়টি চাউর হয়েছে। এবার নান্নুর সমালোচনায় যোগ দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) পুনেতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুলের ভাষ্য, একটা মানুষ ১২ বছর ধরে আছেন, একই চিন্তা হবে। এটা (প্রধান নির্বাচক) লম্বা সময় থাকার পজিশন না। বেশি হলে তিন-চার বছর হতে পারে। তাহলে এতোগুলো কোচ কেন আমরা বদল করলাম।
এদিকে ক্রিকেট থেকে এখনও অবসর নেননি লাল-সবুজের প্রথম বৈশ্বিক এ সুপারস্টার। বিসিবি থেকে ডাক পেলে নির্বাচকের ভূমিকা নিতেও আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
তার ভাষ্য, যেহেতু ২৬-২৭ বছর ধরে খেলছি। আমার ইচ্ছাও ক্রিকেটের সঙ্গে থাকা। এই ধরনের সুযোগ এলে অবশ্যই আমি চিন্তা করব।
অন্যদিকে আঙুলের ইনজুরিতে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়।
এ প্রসঙ্গে আশরাফুল বলেন, এনামুল হক বিজয় যেমন চার দিনের ম্যাচ থেকে এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি খেলেও আমি সন্দিহান যে কতটা কি করতে পারবে। কারণ, ওই ধরনের কোয়ালিটি বোলিং খেলে আসেনি আবার ওই ধরনের খেলাও খেলে আসেনি। এতদিন ছেড়ে ছেড়ে খেলার চিন্তা করে এসেছে। এখন তার ওয়ানডে খেলতে হবে। এসব নিয়ে আরও ভালো পরিকল্পনা করা উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।