মোঃ সোহাগ হাওলাদার : রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে আশুলিয়ায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এসময় একটি বর্ণাঢ্য র্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল নেতারা।
বুধবার (০১ জানুয়ারি) বিকেলে আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ন- আহবায়ক (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) সাজ্জাদ হোসেন আদরের নেতৃত্বে এই প্রতিষ্ঠাবার্ষীকি পালন করা হয়।
সাজ্জাদ হোসেন আদরের নেতৃত্বে র্যালিটি আশুলিয়ার পলাশবাড়ী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নবীনগরে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতারা। পরে র্যালীটি পল্লীবিদ্যুৎ এলাকায় এসে শেষ হয়। র্যালীতে শোভা পায় ধানের শীষের প্রতীকসহ নানা রং-বেরংয়ের ব্যানার ফেস্টুন।
দীর্ঘ ১৬ বছর জেলা ছাত্রদল বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পেরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছাসের আমেজ দেখা গেছে।
এসময় জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।