মোঃ সোহাগ হাওলাদার : সাভারের আশুলিয়ায় সেনাবাহিনীর লোগো সম্বলিত ট্রাকসুট পরিহিত এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনীর বেল্ট, গেঞ্জি, বুট ও কম্পেট ক্যাপসহ বিভিন্ন কিছু উদ্ধার করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন।
এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হাবিবুর রহমান (২৬) নওগাঁ জেলার সদর থানার দাসকান্দি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
পুলিশ জানায়, শনিবার রাতে নবীনগর এলাকায় সেনাবাহিনীর ট্র্যাকসুট পরিহিত অবস্থায় হাবিবুর রহমানকে আটক করেন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশের টহলটিম ঘটনাস্থলে পৌছে তাকে হেফাজতে নেয়। পরে সেনাবাহিনীর সহায়তায় তার বর্তমান বাসায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনীর লোগো সম্বলিত বেল্ট, গেঞ্জি, বুট ও কম্পেট ক্যাপসহ বিভিন্ন কিছু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
ইরানে মসজিদে আগুন দিলো বিক্ষোভকারীরা, ওড়াল বিপ্লব-পূর্ববর্তী পতাকা
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজু শেষে আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


