মোঃ সোহাগ হাওলাদার, আশুলিয়া : শিল্পাঞ্চল আশুলিয়ায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সৈনিক ইসলাম শাহিন (২৬) কে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা আশিকের বিরুদ্ধে। এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় আশিক ও তার সহযোগীদের আটকে অভিযান চলমান রয়েছে।
আহত স্বেচ্ছাসেবক দলের কর্মীর নাম সৈনিক ইসলাম শাহীন (২৬)। তিনি নীলফামারী জেলার ডিমলা থানার নাউতারা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান মাস্টারের বাড়ির ভাড়াটিয়া। অভিযুক্ত যুবলীগ নেতা হলেন ইয়ারপুর ইউনিয়নের সোহরাব হোসেনের ছেলে,তিনি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে। তবে আশুলিয়া থানা কিংবা ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের কারও বক্তব্য না পাওয়ায় আশিকের পদের বিষয়টি নিশ্চিত হওয়া যায় নি।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতা আশিক ও স্বেচ্ছাসেবক দলের কর্মী শাহীনের সাথে বাক-বিতন্ডা হয়। এসময় শাহীনকে লক্ষ করে গুলি করে আশিক। পরে গুলিবিদ্ধ অবস্থায় শাহীনকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করে দেন।
এব্যাপারে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিল্লুর রহমান মাস্টার বলেন, আমি আমার কর্মস্থলে ছিলাম। সেখান থেকে খবর পেয়েছি শাহিনকে গুলি করেছে আশিক। যতদূর শুনেছি শাহীন একটি ছোট দোকান পরিচালনা করে আসছিল। দোকানে বিক্রির জন্য সিগারেট আনতে যাওয়ার সময় তার কাছে চাঁদা দাবি করে আশিক ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় শাহীনকে গুলি করে আশিক। শাহিন চাঁদার বিষয়টি আগেও আমাকে জানিয়েছিল। কিন্তু সে ছোট দোকানদার, তার কাছে চাঁদা চাওয়ার বিষয়টি আমি গুরুত্ব দেই নি।
ঝুট ব্যবসা দখল সংক্রান্ত ঘটনার জেরে গুলি করা হয়েছে এমন ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন, ঝুট সংক্রান্ত কোন ঘটনা নয়। দাবিকৃত চাঁদা না দেওয়ায় শাহীনকে গুলি করে আশিক।
এব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, এঘটনায় ঘটনাস্থলে ওসি তদন্তসহ একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।