মোঃ সোহাগ হাওলাদার, আশুলিয়া : আশুলিয়ার নরসিংহপুর একটি দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট।
শনিবার (১০ই মে) সন্ধ্যা সাতটার দিকে আশুলিয়ার নরসিংহপুর কাশিমপুর আঞ্চলিক সড়কের নরসিংহপুর এলাকার করিম মিয়ার দোকানে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম।
স্থানীয়রা জানান, সাতটার দিকে একটি মুদি দোকানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে এক ঘন্টায় পৌছতে পারেনি। এসময় স্থানীয়ভাবে পানি ব্যবস্থা করে আগুন নিয়ন্ত্রনে কাজ করা হচ্ছে। কিন্ত দোকানে অনেকগুলো গ্যাস সিলিন্ডার থাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা করছেন তারা।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, সড়কে তীব্র যানজটের জন্য পৌছতে দেরী হচ্ছে। আমাদের ও ডিইপিজেডের দুটি ইউনিট সহ মোট চারটি ইউনিট ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। বিস্তারিত পরে জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।