মোঃ সোহাগ হাওলাদার, আশুলিয়া : সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় স্বর্ণের ব্যবসায়ী কে ছুরিকাঘাত করে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রবিবার রাত আনুমানিক ৯ টার সময় আশুলিয়ার নয়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম দিলীপ দাশ।তিনি নয়ারহাট এলাকায় দিলীপ জুয়েলার্স এর মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান রাতে দিলীপ তার দোকান বন্ধ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় কয়েকজন দুর্বৃত্ত তার দোকানে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতে থাকা টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Redmi Turbo 4 Pro: আসছে শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন!
আশুলিয়া থানার (ওসি) তদন্ত কামাল হোসেন বলেন, তাকে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যান।এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।