মোঃ সোহাগ হাওলাদার : শিল্পাঞ্চল আশুলিয়ায় বেতার কেন্দ্রের বাউন্ডারির ভিতর থেকে হৃদয় (১৮) নামের এক যুবকের কাদামাটি চাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুর ২ টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকার বাংলাদেশ বেতারের বাউন্ডারির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে কবিরপুর এলাকায় বাংলাদেশ বেতার কেন্দ্রের বাউন্ডারির ভেতর থেকে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতর মরদেহ কাদামাটি দিয়ে ঢাকা ছিল।
নিহত হৃদয় জামালপুর জেলার ইসলামপুর থানার কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।প্রাথমিক ভাবে জানাযায় হৃদয়কে হত্যার পর কাদামাটি দিয়ে ঢেকে দেওয়া হয়।
ঘটনাস্থল থেকে ফেরা কাশিমপুর থানার উপ-পরিদর্শক এসআই নাহিদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। হৃদয় প্রায় ৬ দিন ধরে নিখোঁজ ছিল বলে পরিবার দাবি করেছেন। মরদেহ আশুলিয়া থানা এরিয়ায় থাকায় আশুলিয়া থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।
রোমান্সের দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।