জুমবাংলা ডেস্ক : ঢাকা জেলাধীন আশুলিয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন মোঃ নূর আলম সিদ্দিকী।
বুধবার (৮ জানুয়ারি) রাতে তিনি থানায় যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ নারায়নগঞ্জ জোনের ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে বুধবার রাতে আশুলিয়া থানায় তিনি পৌছালে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামাল হসেন সহ থানার সকল কর্মকর্তাগন নবাগত ওসিকে পুস্পস্তবক দিয়ে বরন করে নেন।
ব্যক্তি জীবনে ওসি নূর আলম সিদ্দিকী ফরিদপুর জেলার সদরপুর থানার খালাসী ডাংগী গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে। তিনি ২০০৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক(এসআই) হিসাবে যোগদান করেন।
Dumbphone VS Smartphone: কেন নতুন প্রজন্ম ফিরে যাচ্ছে ফিচার ফোনে?
যোগদানের পর আশুলিয়া থানার নবাগত ওসি নূর আলম সিদ্দিকী বলেন, পুলিশ এবং সাধারন মানুষের সম্পর্ক হবে বন্ধুর মত। জনসাধারণের যেকোন প্রয়োজনে পুলিশ সহায়তা দিতে বদ্ধপরিকর। আপনারা পুলিশকে সহযোগিতা করবেন, তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের জন্য খুব সহজ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।