মোঃ সোহাগ হাওলাদার, আশুলিয়া : আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার মামলার আসামি আওয়ামী লীগ কর্মী আবুল কালাম ওরফে তুতলা কালামকে (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
এর আগে রবিবার রাত ৯টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবুল কালাম (৪০) আশুলিয়ার নিরিবিলি এলাকার খালেক সরদারের ছেলে। তিনি পাথালিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কর্মী ও আশুলিয়া থানা মটর চালক শ্রমিক লীগের নেতা ছিলেন বলে জানা যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি আবুল কালাম ওরফে তুতলা কালামকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, গতকাল রাতে ছাত্র-জনতা হত্যায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।