জুমবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুর পুলিশ লাইনে অস্ত্রাগারে সহকর্মীর মিস ফায়ারিংয়ে আলআমিন (৩০) নামে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মিরপুর থেকে আলামিন নামে পুলিশের এক এএসআইকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে ১০১ নাম্বার ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। আল আমিন দারুস সালাম থানায় এএসআই হিসেবে কর্মরত বলে জানা যায়।
তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় থানার সব অস্ত্র মিরপুর পুলিশ লাইনে জমা দেয়া হয়। দুপুরে অস্ত্র আনতে মিরপুর পুলিশ লাইনে যান আল আমিনসহ অনেকে। সেখানে অন্য এক সহকর্মীর হাত থেকে অসাবধানতাবশত পিস্তলের গুলি বের হয়ে আল আমিনের পেটের বামপাশে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে তার সহকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।