এশিয়া কাপে চলছে সুপার ফোরের উত্তেজনা। প্রতিটি ম্যাচেই পাল্টাচ্ছে ফাইনালের সমীকরণ। এরই মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলেছে দুই ম্যাচ করে, আর ভারত ও বাংলাদেশ খেলেছে একটি করে ম্যাচ। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। ফাইনালের দৌড় থেকে এখনো পুরোপুরি ছিটকে যায়নি কোনো দল, তবে টানা দুই হারে অনেকটাই পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। বাকি তিন দলেরই রয়েছে ফাইনালে ওঠার দারুণ সুযোগ।
বাংলাদেশের সমীকরণ
বাংলাদেশের হাতে রয়েছে আরও দুটি ম্যাচ, ভারত ও পাকিস্তানের বিপক্ষে।
শেষ দুই ম্যাচেই জয় পেলে সরাসরি ফাইনালে উঠবে সাকিব-মুশফিকরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতকে হারাতে না পারলেও বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানকে হারালেই ফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ।
তবে ভারতকে হারিয়ে যদি পাকিস্তানের কাছে হেরে যায়। তাহলে শুক্রবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। ভারত জিতলে নেট রান রেটের হিসাব চলে আসবে। আর শ্রীলঙ্কা জিতলে ফাইনালে উঠবে বাংলাদেশ।
ভারতের সমীকরণ
বুধবার বাংলাদেশকে হারালেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মাদের।তবে হেরে গেলে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পাকিস্তানের সমীকরণ
ভারত যদি বাংলাদেশকে হারায়, তবে কাল বাংলাদেশকে হারালেই ফাইনালে উঠবে পাকিস্তান। কিন্তু আজ যদি বাংলাদেশ জিতে যায়। তবে পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের দিকে।
শ্রীলঙ্কার সমীকরণ
দুই ম্যাচ হেরে সবচেয়ে পিছিয়ে রয়েছে লঙ্কানরা।আজ ভারত বাংলাদেশকে হারালে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের।
এমবাপ্পের জোড়া গোল, ভিনিসিয়ুসের নৈপুণ্যে রিয়াল মাদ্রিদের টানা ছয় জয়
তবে বাংলাদেশ যদি ভারত ও পাকিস্তান দুটো দলকেই হারায়, তাহলে টিকে থাকবে তাদের ফাইনালের আশা। সে ক্ষেত্রে শেষ ম্যাচে ভারতকে হারানোর পরও নেট রান রেটের জটিল সমীকরণ মিলাতে হবে, যা অনেকটাই অসম্ভব বলা যায়।
সুপার ফোরের প্রতিটি ম্যাচই তাই এখন ফাইনালের টিকিটের লড়াইয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।