শুরু হতে যাচ্ছে ‘এশিয়ার বিশ্বকাপ’। এবারে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাছাইপর্ব পেরিয়ে আসা নেপাল। সামনেই ওয়ানডে বিশ্বকাপ থাকায় এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। তাই এবারের আসরকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে দলগুলো। অনলাইনে খেলা দেখার সুযোগ থাকছে দুই অ্যাপে। র্যাবিটহোল বিডি এবং টফি অ্যাপে। এছাড়া সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবেন খেলাগুলো।
বাংলাদেশে এবারের এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে দুইটি প্রতিষ্ঠান। বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি এবং টি-স্পোর্টসের পর্দায় দেখা যাবে এশিয়া কাপের সবগুলো খেলা। এছাড়া ভারতের স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি এর পর্দায় দেখা যাবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াই।
২০২৩ সালের এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের আপত্তির মুখে মূল আয়োজক পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছু ম্যাচ। টুর্নামেন্টের মূল আয়োজক হলেও কেবল ৪ টি ম্যাচ হবে পাকিস্তানের মাটিতে। বাকি ৯ ম্যাচের আয়োজন করবে শ্রীলঙ্কা।
ঘরে ঢুকে সরাসরি ঋতুপর্ণার সঙ্গে যা করলেন প্রসেনজিৎ, লজ্জায় লাল অভিনেত্রী
হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপের সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির সূচিতে। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টের সবগুলো খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৩০ মিনিটে। ছয় জাতির এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’ তে থাকছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত, পাকিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে অবস্থান বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।