স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। এবার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এশিয়া কাপের মধ্যপথে দেশে ফিরতে যাচ্ছেন মুশফিকুর রহিম। পারিবারিক কারণে দেশে ফিরতে হচ্ছে টাইগারদের অভিজ্ঞ এই ব্যাটারকে।
শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ খেলে আগামী ১০ সেপ্টেম্বর দেশে ফিরবেন মুশফিক। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পারিবারিক কারণে ফিরছেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের পরপর সুপার ফোরে আর একটি ম্যাচ বাকি থাকবে টাইগারদের। ভারতের বিপক্ষে সেই ম্যাচটা মাঠে গড়ানোর কথা আগামী ১৫ সেপ্টেম্বর।
এশিয়া কাপে এখন পর্যন্ত বেশ ভালো ফর্মে আছেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচ বাদে বাকি দুটি ম্যাচেই রানের দেখা পেয়েছেন এই ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে করেছেন ৬৪ রান। সেই ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে লড়াইয়ের সম্ভাবনাও তৈরি করেছিলেন।
‘কাভালা’ গানে সাদা শাড়িতে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী
শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচে জিতলে ভারতের ম্যাচটা মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশের জন্য। তবে সেই ম্যাচে মুশফিককে না পেলে লড়াইটা বেশ কঠিন হয়ে যাবে টাইগারদের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।