এশিয়া কাপের ১৭তম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। আর এই ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের আসরের। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মত ফাইনালে লড়বে তারা।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-ভারত ক্রিকেট যুদ্ধ।
এবারের এশিয়া কাপে গ্রুপ ও সুপার ফোরে দুবার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। প্রতিবারই ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। ফাইনালে হারলে একই টুর্নামেন্টে পাকিস্তানকে তিনবার হারানোর রেকর্ড গড়বে ম্যান ইন ব্লুরা।
এদিকে ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতে কঠিন প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে সালমান-ফখরদের সামনে। সেই সঙ্গে থাকছে দীর্ঘ ১৩ বছর পর এশিয়া কাপের শিরোপার স্বাদ নেওয়ার সুযোগ।
টি-টোয়েন্টি ফর্মেটে সব মিলিয়ে ১৫বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এরমধ্যে ভারত ১১বার ও পাকিস্তান ৩বার জিতেছে। ১টি ম্যাচ টাই হয়। টাই হওয়া ম্যাচ বল আউটে জয় পায় ভারত।
এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি সবমিলিয়ে ২১বার দেখা হয়েছে ভারত ও পাকিস্তানের। এরমধ্যে ভারতের জয় ১২বার ও পাকিস্তানের ৬বার। ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়।
মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে
বাংলাদেশ থেকে এই ফাইনাল ম্যাচটি বিভিন্ন উপায়ে সরাসরি উপভোগ করা যাবে। মোবাইলে ঝামেলা ছাড়াই খেলা দেখতে, আপনি আপনার পছন্দের স্ট্রিমিং অ্যাপ বা স্পোর্টস চ্যানেলের অফিশিয়াল প্ল্যাটফর্মে চোখ রাখতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



