খেলাধুলা ডেস্ক : একদিন আগে দুবাইতে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। তরুণ ক্রিকেটারদের এমন সাফল্যে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এক বছর আগে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এবার তারা ভারতকে ৫৯ রানে হারিয়ে ট্রফি জিতেছে।
ক্রিকেট দলের পাশাপাশি ক্রীড়া উপদেষ্টা এর আগে বাংলাদেশ হকি দলকেও বোনাস দিয়েছেন। ওমানে জুনিয়র হকিতে পঞ্চম স্থান অর্জন করে প্রথমবারের মতো জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। যুব ও ক্রীড়া উপদেষ্টা যুব হকি দলের এই সাফল্যে ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।