স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে হওয়ার কথা ছিল এই বছরের এশিয়া কাপ। কিন্তু ভারত তাদের প্রতিবেশী দেশটিতে যেতে নারাজ। নিরপেক্ষ ভেন্যুতে এই প্রতিযোগিতা আয়োজনের দাবি তুলেছে তারা। তাদের আপত্তির মুখে এশিয়া কাপের ভেন্যু পড়েছে দোলাচলে। শনিবার বাহরাইনে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে কোনো সমাধানে পৌঁছানো যায়নি।
আগামী মাসে আইসিসির বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। মানে মার্চ পর্যন্ত ভেন্যু নিয়ে ধোঁয়াশা থাকছে। আগামী অক্টোবরে হওয়ার কথা ৫০ ওভারের এই টুর্নামেন্ট।
গতকাল এসিসি প্রেসিডেন্ট ও বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বৈঠকে জানান, এশিয়া কাপ হবে নিরপেক্ষ ভেন্যুতে। কারণ ভারত পাকিস্তানে যেতে পারবে না। পিসিবি প্রধান নাজাম শেঠীও অনড়, ভারত যদি পাকিস্তানে খেলতে না যায় তাহলে তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।
দুই দেশের ক্রিকেট বোর্ডই কঠোর অবস্থানে থাকায় মার্চে আইসিসি ও এসিসির বৈঠকে এই ব্যাপারে সুরাহা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।