আবারও এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। এটি তাদের নবম শিরোপা। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও নিজেদের মেডেল বা ট্রফি গ্রহণ করল না ভারতীয় ক্রিকেট দল।
ফাইনাল ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ম্যাচ সেরার পুরস্কার নেন তিলক ভার্মা। টুর্নামেন্ট সেরার স্বীকৃতি গ্রহণ করেন অভিষেক শর্মা। এ ছাড়া কুলদিপ যাদবের হাতে ওঠে সর্বোচ্চ উইকেট নেওয়ার পুরস্কার।
এসব ব্যক্তিগত পুরস্কারের মাঝে রানার্স-আপ হিসেবে পাকিস্তানের ক্রিকেটাররা নিজেদের মেডেল গ্রহণ করেন। আর পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার হাতে দেওয়া হয় রানার্স-আপ দলের ৭৫ হাজার ডলারের ডামি চেক।
অভিষেককে টুর্নামেন্ট সেরা পুরস্কার দেওয়ার পর ভারতীয় দলকে মেডেল ও তাদের ট্রফি দেওয়ার কথা ছিল। কিন্তু প্রেজেন্টেশনের দায়িত্বে থাকা সাইমন ডুল তখন বলেন, ‘এসিসির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, ভারতীয় দল তাদের পুরস্কার আজকে গ্রহণ করবে না।’ সাইমন ডুল তখন আর কিছু জানাননি।
পুরস্কার গ্রহণ না করার কোনো কারণ খোলাসা করেননি। পরে অবশ্য ভারতীয় দলের ক্রিকেটাররা ট্রফি ছাড়াই নিজেদের মতো করে উদযাপন সারেন এবং মাঠের ফটোগ্রাফারদের জন্য চ্যাম্পিয়ন হিসেবে পোজ দিয়ে ছবিও তোলেন।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, পুরস্কার বিতরণ মঞ্চে পাকিস্তানের মন্ত্রী পরিষদের সদস্য মহসিন নাকভি উপস্থিত থাকার কারণেই তার হাত থেকে পুরস্কার নিতে রাজি হয়নি ভারত।
নাকভির আরো দুইটি পরিচয় আছে। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান।
মূলত এসিসি প্রধান হিসেবেই ফাইনালের ট্রফি তার হাত থেকে নেওয়ার কথা চ্যাম্পিয়ন দলের। কিন্তু গত কয়েক মাস ধরে চলা ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, ফাইনালের আগেই বলা শোনা যাচ্ছিল, চ্যাম্পিয়ন হলে নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও হয়তো সে কারণেই চ্যাম্পিয়ন হয়েও কোনো পুরস্কার নিল না তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।