Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home পুরো এশিয়ান কাপের সব ম্যাচ খেলবেন জানালেন হামজা চৌধুরী
    খেলাধুলা ফুটবল

    পুরো এশিয়ান কাপের সব ম্যাচ খেলবেন জানালেন হামজা চৌধুরী

    Mynul Islam NadimMarch 19, 20254 Mins Read
    Advertisement

    খেলাধুলা ডেস্ক : বাফুফের দুশ্চিন্তা ছিল হামজা চৌধুরী শুধুমাত্র ভারতের বিপক্ষে ম্যাচ খেলেই চলে যাবেন কি না। যদি এক ঘরচ খেলে আর না আসেন তাহলে বাফুফে একভাবে পরিকল্পনা করবে, আর যদি এশিয়ান কাপের সব ম্যাচই খেলতে চান তাহলে বাফুফে আরেক ভাবে পরিকল্পনা করবে। হামজা চৌধুরী বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের দুশ্চিন্তাটা মুক্তই করে দিয়েছেন বলা যায়।

    হামজা

    হামজা জানিয়ে দিয়েছেন তিনি এশিয়ান কাপের সব কয়টি ম্যাচ খেলবেন। এশিয়ান কাপে ভারত ছাড়াও সিংগাপুর ও হংকংয়েরে বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হলে বাংলাদেশের ৮ নম্বর জার্সি গায়ে হামজাকে ৬ ম্যাচেই দেখা যাবে। এটা যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের ফুটবল দর্শকের জন্য ভালো খবরই দিয়েছেন হামজা

    হামজা দেওয়ান চৌধুরী গেল পরশু সকালে বাংলাদেশে এসেছেন। স্নানঘাটের গ্রামে তার বাবা দেওয়ান মোরশেদ চৌধুরীরর বাড়ি। ওখানেই এক রাত অবস্থান করেছেন। গতকাল রাতে ফ্লাইটে ঢাকায় নেমেছেন। তার আগে স্নানঘাটের গ্রামের বাড়িতে হামজা নিজ হাতে গ্রামের মানুষদেরকে ঈদ উপহার হিসেবে টাকা দিয়েছেন। গ্রামের মানুষের একটা তালিকা আগেই তৈরি করে রেখেছিলেন তার বাবা।

    সেই তালিকা ধরে ধরে একটা হলুদ খামে টাকা রেডি করা ছিল। হামজার বাবা খামটা তার ছেলে হামজার হাতে দিলে তিনি কলাপসিবল গেটেরে ভেতরে দাঁড়িয়ে গেটের ফাঁক দিয়ে মানুষের হাতে তুলে দিয়েছেন। এর মধ্যে ফাঁকে ফাঁকে ইত্তেফাকের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।

    প্রশ্ন করা হয়েছিল ভারত ছাড়া এশিয়ান কাপে বাংলাদেশ বাকি চারটা ম্যাচ তিনি খেলবেন কি না। হামজা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন ‘আমি সব ম্যাচ খেলমু। চাইরটা খেলা অইব। আমি খেলমু। বাংলাদেশের জন্য খেলমু।’ কথা বলেই আবার তার বাবার দিকে চলে যান হামজা।

    সারা রাত ঘুমাতে পারেননি তবুও হামজার মধ্যে ক্লান্তি বোধ নেই। কেউ বললে সেটা শোনার চেষ্টা করেন। সুযোগ পেয়ে আবারও প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। অধিনায়ক করা হলে তার অনুভূতি ক্যামন হবে। প্রথমে কথাটা বুঝতে পারেননি হামজা। তাই পরে আবার জানতে চাইলেন প্রশ্নটা কি করা হয়েছিলো। অধিনায়ক প্রশ্নে হামজা বলেন, ‘না না। অধিনায়ক হমু না। কেন্টেইন হওয়া লাগব না। আমি এমনিই খেলমু।’ ইংরেজিতে বললেন তিনি অধিনায়ক হওয়া নিয়ে মাথা ঘামাচ্ছেন না। দেশের জন্য ফুটবল খেলতে এসেছেন খেলোয়াড় হিসেবেই খেলবেন।

    হামজা চৌধুরী এক দিনের জন্য এসেছিলেন স্নানঘাটের গ্রামে। খুব বেশি সময় থাকতে পারলেন না। আজকেই বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দেবেন তিনি। কলাপসিলব গেটের বাইরে বয়স্ক নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে। হামজার বাবা তালিকা থাকা নাম ধরে ধরে ডাকছেন আর হামজাকে দিয়ে টাকা তুলে দিচ্ছেন। ফাঁক পেলেই এদিক সেদিক তাকাচ্ছিলেন। সাকে সবাই চার দিক থেকে ডাকছেন হামজা, হামজা। এদিকে তাকান। হামজা একটা ছবি তুলি। হামজা হাসি মুখে তাকিয়ে কথা বলার চেষ্টা করছেন। ইত্তেফাকের রিপোর্টার তার মোবাইল ফোনটি হামজার দিকে বাড়িয়ে সবার সঙ্গে একটা সেলফি তুলতে বললে হামজা যেন হাসি মুখে হাত বাড়িয়ে মোবাইল ফোন গ্রহণ করেন। এবং কলাপসিবল গেটের ভেতর থেকে নিজে সেলফি তোলেন।

    আর পুরোটা সময়ই তার মুখে হাসি লেগেই ছিল। হাসিতে ক্লান্তি নেই। দেখেই বোঝা যাচ্ছে যে তাকে নিয়ে চলা দেশ জুড়ে এই উম্মাদনা বেশ উপভোগ করছেন তিনি। কিন্তু ক্লান্তি তার শরীরে। শেফিল্ড ইউনাইটেডর ফুটবলার হামজা পরশু ম্যানচেষ্টারে ম্যাচ খেলে সেখান থেকে বাংলাদেশের পথে বিমান ধরেন। ১৬ ঘন্টার ভ্রমণ শেষে সিলেটে পৌঁছান। সিলেটে গিয়ে বিশ্রাম নেওয়ারও সুযোগ ছিল না।

    মানুষের ভিড়। তাতেও যেন হামজার কোনো আপত্তি নেই। কথা বলছেন হামজা। ঘুম হয়েছে কিনা জানতে চাইলে হামজা বলেন, ‘অয় অয়। ঘুম হয়েছে বললেও তার হাসিতে লুকিয়েছিল বলার জন্য বলা। ইতালি প্রবাসী ছোট চাচা জানিয়েছেন হামজা নাকি গতকাল সকালে ঘুমিয়েছেন।’ হামজা টাকা বিতরণ করছেন আর তার পেছনে স্ট্যান্ড ফ্যান বসানো হয়েছে। সুযোগ পেয়ে আবারও হামজাকে প্রশ্ন করায় হয়। এখানে গরম কেমন? হামজা লম্বা একটা হাসি দিয়ে বলেন, ‘খুব গরম।’ সাদা রংয়ের টিশার্ট বারবার নাড়ছিলেন।

    চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, আহত ৫

    হামজা যখন গরিব মানুষের মধ্যে টাকা বিতরণ করছিলেন তখন ঢাকার সব গণমাধ্যম তার অপেক্ষায়। পুলিশের গাড়ি স্কট করে তাকে সিলেট বিমনাবন্দরে নিয়ে যাওয়ার অপেক্ষায় ভিড়ের মধ্যে গায়ের ওপর পড়ছে উৎসুক জনতা।

    হামজা বিকাল ৫টার পর বাসা থেকে বের হন। সংবাদ মাধ্যম পিছু নিলেও তিনি কথা বলেননি। সবাই মিলে তাকে গাড়িতে তুলে দেন। স্নানঘাট গ্রামের রাস্তা দিয়ে পুলিশের জরুরি হর্ন বাজিয়ে দ্রুতগতিতে ছুটছিল গাড়ি। দুই পাশ দিয়ে গ্রামের মানুষ তাকে হাত নেড়ে বিদায় দেন। হামজাও হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। বিদায় জানিয়েছেন। ২০১৪ সালে শেষ বার হামজা এই গ্রামে এসেছিলেন। তখন তাকে নিয়ে এত উৎসাহ ছিল না। তখন তিনি ছিলেন ছোট। বাংলাদেশে ছেড়ে গিয়ে ইংল্যান্ডে লেস্টার সিটির একাডেমিতে সুযোগ পাওয়ার পর আর বাংলাদেশে ফিরে আসা হয়নি ছোট্ট হামজার। গত স্নানঘাট ছেড়ে যাওয়ার সময় হামজা আবেগ আপ্লুত ছিলেন।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘এশিয়ান কাপের খেলবেন খেলাধুলা চৌধুরী জানালেন পুরো ফুটবল ম্যাচ সব হামজা
    Related Posts
    নাসুম আহমেদ দলে

    দ্বিতীয় ওয়ানডের আগে দলে ফিরলেন স্পিনার নাসুম আহমেদ

    October 19, 2025
    মেসি গোল্ডেন বুট এমএলএস

    গোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি, ইন্টার মায়ামির হয়ে গড়লেন নতুন রেকর্ড

    October 19, 2025
    মেসির হ্যাটট্রিক

    মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়

    October 19, 2025
    সর্বশেষ খবর
    নাসুম আহমেদ দলে

    দ্বিতীয় ওয়ানডের আগে দলে ফিরলেন স্পিনার নাসুম আহমেদ

    মেসি গোল্ডেন বুট এমএলএস

    গোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি, ইন্টার মায়ামির হয়ে গড়লেন নতুন রেকর্ড

    মেসির হ্যাটট্রিক

    মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়

    হ্যারি কেইনের ৪০০তম গোল

    হ্যারি কেইনের ৪০০তম গোলে বায়ার্নের জয়

    বিমান হামলায় সীমান্তে ক্রিকেটার নিহত, পাকিস্তানকে বয়কট আফগানদের

    রিশাদের বাংলাদেশ

    রিশাদের রেকর্ড গড়া বোলিংয়ে জিতল বাংলাদেশ

    আফগানিস্তান

    পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, সিরিজ প্রত্যাহার করলো আফগানিস্তান

    নেইমান জুনিয়র

    ইউরোপে ফেরা নিয়ে গুঞ্জন, ফিটনেস ফিরে পাওয়ার মরিয়া চেষ্টায় নেইমার

    চাইনিজ

    অর্পিতাদের এশিয়ান কাপ স্বপ্ন শেষ, চাইনিজ তাইপের বিপক্ষে ৫-০ গোলের হার

    সায়ান

    রাশিয়ান গ্র্যান্ডমাস্টারকে হারাল ১৪ বছর বয়সী সায়ান

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.