যে দেশে এশিয়ার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বসবে

পাকিস্তানের করাচি

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পাকিস্তানের করাচির তাইসার শহরে বসবে এশিয়ার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট।

পাকিস্তানের করাচি

পাক সংবাদমাধ্যম জাসারাত শুক্রবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ অথবা ১৭ জুন পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে করাচির তাইসার শহরের হাটে পশু আনা ও বেঁচাকেনা শুরু হতে পারে ১০ মে থেকে। হাটটির আয়োজকরা এ তথ্য জানিয়েছেন। অর্থাৎ ঈদের এক মাসেরও বেশি সময় আগে কোরবানির পশুর সমাগম শুরু হবে সেখানে।

সংবাদমাধ্যম জাসারাত জানিয়েছে, গত বছরের মতো এবারও এই হাটটি অর্থনীতির অন্যতম মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। কারণ হাটটিতে পশু বেঁচাকেনার জন্য হাজার হাজার মানুষ সমবেত হবেন। সেখানে কয়েক বিলিয়ন রুপির লেনদেন হবে।

এছাড়া হাটটিকে ঘিরে অস্থায়ী রেস্তোরাঁ, চা ও ফাস্টফুডের দোকান গড়ে উঠবে। এগুলোও অর্থনীতিতে ভূমিকা রাখবে।

হাটটি উত্তর বাইপাসের তাইসার শহরের ১ হাজার একর জায়গাজুড়ে স্থাপিত হবে। গতবারের ন্যায় এবারও সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। নিরাপত্তা নিশ্চিতে সেখানে উপস্থিত থাকবেন আধাসামরিক বাহিনী রেঞ্জার্স এবং পুলিশের সদস্যরা।

গাড়ি নিয়ে এসে যেন ক্রেতারা পশু ক্রয় করতে পারেন সেজন্য সেখানে পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা রাখা হবে বলে জানিয়েছে হাটটির আয়োজকরা। এছাড়া অর্থ লেনদেন নির্বিঘ্ন করতে সেখানে এটিএম স্থাপন করা হবে।

ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে লাবন্যময়ী হাসি ভাইরাল, মুখ খুললেন পিয়া জান্নাতুল

যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সেখানে চিকিৎসা সহকারী ও অ্যাম্বুলেন্স রাখা হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, পশু বিক্রেতাদের প্রতিবছরের মতো এবারও বিনামূল্যে পানি সরবরাহ করা হবে।

সূত্র: জাসারাত