বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমে সরব থাকেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। সম্প্রতি জন কবিরের সঙ্গে একটি সাক্ষাৎকারে নিজের জীবনের একটি মজার ঘটনা শেয়ার করেছেন এই গায়ক।
তিনি জানান, এখনো তার কাছে সাতটি লাগেজ ভর্তি ভক্তদের চিঠি রয়েছে। তিনি মজার ছলেই বলেন, ‘চিঠিগুলো যদি গুনতে বসি, কমপক্ষে পাঁচ লাখ তো হবেই!’
আসিফ জানান, একবার একটি চিঠি খুলে পড়েছিলেন, আর সেই চিঠির লেখিকার সঙ্গে তার একটি ছোট্ট সংলাপও হয়েছিল। কয়েক বছর পর তিনি জানতে পারেন, সেই চিঠির মালিক এখন দুই সন্তানের মা!
Infinix Hot 50 Pro Plus 4G ক্যামেরায় প্রতারণা, Triple Camera Design-এ আসলে Dual Camera
তিনি আরও বলেন, ‘আমি ভাবছিলাম, ওই চিঠির উত্তরের জন্য তিনি হয়তো এখনো অপেক্ষা করছেন! তবে ভক্তদের ভালোবাসার এমন স্মৃতিগুলো আমি জীবনের অন্যতম বড় অর্জন মনে করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।