জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে নারীদের আপত্তিকর দৃশ্য দাবিতে একাধিক ছবি এবং মেসেঞ্জারে চ্যাট করার কথিত স্ক্রিনশট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, একাধিক নারীর সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিগুলো আসল নয় এবং মেসেঞ্জারে চ্যাটের কথিত স্ক্রিনশটগুলোও ভুয়া,। বরং ইন্টারনেট থেকে ভিন্ন ভিন্ন ব্যক্তির ছবি সংগ্রহ করে সম্পাদনার মাধ্যমে আসিফের মুখ বসিয়ে এ দাবি প্রচার করা হয়েছে।
প্রতিষ্ঠানটি অনুসন্ধানে Wish নামক পিন্টারেস্টের একটি অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি মূল ছবি খুঁজে পায়।
এর পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ছবি ও ভিডিও শেয়ারিং ওয়েবসাইট স্ক্রলার এ Girl WhatsApp India নামক অ্যাকাউন্টে আরেকটি মূল ছবি খুঁজে পাওয়া যায়।
এমনকি আরেকটি অনুসন্ধানে Desi Bomma Lover নামক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৩ সালের ২২ মে প্রকাশিত পোস্টে আরও একটি মূল ছবি খুঁজে পাওয়া যায়।
ছবিগুলোতে বিশ্লেষণ করে দেখা যায়, ছবিতে যে যুগলকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল, তার মধ্যে ছেলের চেহারার সঙ্গে আসিফ মাহমুদের চেহারার মিল নেই। তবে ওই যুগল ছবির পেছনের দেয়াল, বিছানা, আনুষঙ্গিক অন্যান্য বিষয়বস্তুর সঙ্গে আসিফ মাহমুদের ছবি দাবিতে প্রচারিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।
আলোচিত দাবিতে প্রচারিত মেসেঞ্জারে চ্যাট করার কথিত স্ক্রিনশটের বিষয়ে অনুসন্ধানে অন্তত দুইটি স্ক্রিনশটের ছবি ও ভিডিও খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশটগুলো পর্যবেক্ষণ করে কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। প্রথম স্ক্রিনশটে Asif Mahmud উল্লেখ করা এবং অন্যটায় Asif Mahbub উল্লেখ করা। অর্থাৎ, একই গুজব একাধিক ভুয়া অ্যাকাউন্টের স্ক্রিনশটের মাধ্যমে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, আসিফের ফেসবুক অ্যাকাউন্টের নাম Asif Mahmud এবং তার প্রকৃত নাম আসিফ মাহমুদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।