জুমবাংলা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার হওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব মুক্তি পেয়েছেন। দার মুক্তির পর ফেসবুকে পোস্ট দিয়েছেন ইসলামিক আলোচক শায়খ আহমাদুল্লাহ।
মঙ্গলবার ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নায়ক আসিফ মাহতাব উৎসকে রিমান্ডে যেন কষ্ট না দেওয়া হয় সেজন্য বহু দুয়ারে ধর্না দিয়েছি। কিন্তু ঠিকই অসুস্থ লোকটাকে নির্যাতন করা হয়েছে। আজ জেল গেটে মাওলানা রেজাউল করীম আবরার ও সরোয়ার ভাইসহ কয়েক ঘণ্টা অপেক্ষার পর অবশেষে তার দেখা।
আশ্চর্যের বিষয় হলো বিপ্লবী এই লোকটি নির্যাতিত হওয়ার পরও খুবই বলিষ্ঠ এবং তার মনোবল পুরোপুরি চাঙ্গা। তার পিঠের মেরুদণ্ডে অসুস্থতা থাকলেও নৈতিক মেরুদন্ড অনেক শক্ত। আল্লাহ তাকে দীনের জন্য কবুল করুন।
উল্লেখ্য, এ মামলায় গত ২৯ জুলাই আসিফ মাহতাবের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ২৮ জুলাই রাত ১টার দিকে আসিফ মাহতাবকে উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।