বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় কন্ঠ শিল্পী শ্রেয়া ঘোষালের সঙ্গে এবার ডুয়েট গাইবেন বাংলাদেশের গায়ক আসিফ আকবর। আফিফ নিজেই তার ফেসবুকে এ তথ্য জানিয়ে লিখেছেন….
সাউন্ডটেকের সুলতান মাহমুদ বাবুল ভাইয়ের উৎসাহে ভারতের প্রখ্যাত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে মিলন নামে একটি ডুয়েট অ্যালবাম হয়েছিল ২০০৩ সালে। মনোয়ার হোসাইন টুটুল ভাইয়ের সুরে সেসব গান আজও মানুষের ভাল লাগার তালিকায় আছে।
শ্রেয়া ঘোষাল তখন ছোট ছিলেন। বিগত দেড় দশকে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাঁচবার ভারতীয় জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষালের কন্ঠের ফ্যান আমি। ভার্সাটাইল এই গায়িকার সুরে বিমোহিত সারা বিশ্ব। মাস তিনেক ধরে চলছিল শ্রেয়া আর আমার ডুয়েট গানের প্রজেক্ট নিয়ে আলোচনা। অবশেষে সিদ্ধান্ত হয়েছে একটা হিন্দী, একটা বাংলা গান রেকর্ড করা হবে।
২৪ শে নভেম্বর শ্রেয়া প্রথম হিন্দী গানটির ভয়েস দেবেন মুম্বাইতে। আমি গত কয়েকদিন ধরে অসুস্থ্য আছি, নিজেকে ফিট মনে করলে মুম্বাই গিয়েই ভয়েস দিবো।
Lyric- Ravi Basnet
Composer- Rajib Roy Chowdhury/ Monotosh Degharia…
Production – Believe Music ( France)
আশা করছি ভাল কিছুই হবে। মুম্বাই গিয়ে ভয়েস ট্রেনিং নিয়েই প্রথম হিন্দী মৌলিক গান রেকর্ডিং করবো।
Welcome To Bangladesh Dearest Sreya Ghoshal…
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।