স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিনই আলোচনা-সমালোচনার মুখে পড়লেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অধিনায়কদের সাক্ষাতের দিনে সবাই যখন আলাপচারিতায় ব্যস্ত, ঠিক তখন ঘুমাচ্ছিলেন বাভুমা। আর এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা রকম আলোচনা। অনেকে ছবিটি নিয়ে বেশ মজাও করছেন।
ইংল্যান্ড ক্রিকেটের সমর্থক গোষ্ঠী বর্মি আর্মি টুইটারে বাভুমার সেই ছবি শেয়ার করে লিখেছে, টেম্বা বাভুমা বিশ্বকাপে অধিনায়কদের সংবাদ সম্মেলনে ঘুমিয়ে পড়েছিলেন।
আর সেই পোস্টের জবাবে বাভুমা বলেছেন, আমি ক্যামেরা অ্যাঙ্গেলকে দোষারোপ করছি, আমি মোটেও ঘুমাচ্ছিলাম না।
বিশ্বকাপ সামনে রেখে গতকাল বুধবার ক্যাপ্টেন ডেতে হাজির হয়েছিলেন ১০ অধিনায়ক। সে সময় উপস্থিত সাংবাদিক ও উপস্থাপকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অধিনায়করা। প্রশ্নোত্তরের একপর্যায়ে মাথা নিচু করে থাকতে দেখা যায় বাভুমাকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বাভুমার মাথা বাঁ পাশে হালকা কাত করা এবং চোখ বন্ধ। এরপর এ ছবিটি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় হাস্যরসের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।