জুমবাংলা ডেস্ক : একজন বাংলাদেশি আইনজীবী এবং অধিকার কর্মী তানিয়া আমির। সম্প্রতি একটি অনলাইন টক শোতে বক্তব্য রেখে আলোচনায় আছেন তিনি। সেখানে প্রশ্ন তোলেন, এই যে ছাত্র জনতা আমরা বলি, আসলে তারা কারা?
সেখানে তানিয়া আমির বলেন, “এই ন্যারেটিভ আমার কানে বাজে খুব, এই যে আমরা বলি ছাত্র জনতা। আসলে এই ছাত্র জনতা কারা। কারা আছেন এখানে।”
সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ সুলতানা আহমেদ এবং আইনজীবী তাজুল ইসলাম।
তানিয়া আমিরের কথার প্রসঙ্গে সুলতানা আহমেদ বলেন, “এই প্রশ্নের জবাব আমরা কেউই এখনো পাই নি।”
একই সঙ্গে তিনি বলেন, “আজকে বাংলাদেশের অস্তিত্বের উপর প্রশ্ন করা হচ্ছে। এটা তো এক প্রকার রাষ্ট্রদ্রোহিতা। এই যে তারা সরকারকে ঘোষণাপত্র দেয়ার কথা বলছে। যে সাহস তারা পাচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগাগ কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না, এরা কারা আর তাদের উদ্দেশ্যটা আসলে কি?”
এই প্রশ্নগুলোর জবাবে উপস্থিত আইনজীবী তাজুল ইসলাম বলেন, ” সোজা যায়গায় কথা বললে যদি স্বাধীনতার কথাই বলি, তাহলে সেই ঘোষণা প্রথম দিয়েছেন শেখ মুজিব। সে সময়ে টুইটার ছিল না বিধায় কোনো টুইট করা হয় নি এবং লিখিত ঘোষণা দেয়া হয়েছিল। তো এই যে অস্তিত্বের কথা, এসব ফালতু কথা নিয়ে তর্ক করার কোনো মানে নেই। যারা মানে না, তারা মানে নি এবং মানবে না।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।