আন্তর্জাতিক ডেস্ক : বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, যেকোনো সময় পৃথিবীতে আঘাত হানতে পারে একটি ভয়াবহ সৌরঝড়, যা বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবায় বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে। এই সম্ভাব্য সৌরঝড় অতীতে ঘটেছে এমন বড় ঝড়গুলোর মতোই শক্তিশালী, এমনকি তার চেয়েও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বলা হচ্ছে, শেষবার বড় আকারের সৌরঝড় আঘাত হেনেছিল প্রায় ১,২৫০ বছর আগে। ঐতিহাসিকভাবে একে ‘মিয়াকি ইভেন্ট’ নামে অভিহিত করা হয়। বিজ্ঞানীরা মনে করছেন, বর্তমান সময়ে যেটি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেটি মিয়াকি ইভেন্টের মতোই প্রভাবশালী হতে পারে।
যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিজ্ঞানী ম্যাথিউ ওয়েন্স জানান, এমন একটি সৌরঝড় মহাকাশ বিজ্ঞানীদের জন্য গবেষণার দিক থেকে আকর্ষণীয় হলেও, বাস্তব জীবনে তা বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। তার ভাষায়, “আরেকটি মিয়াকি ইভেন্ট পৃথিবীতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট তৈরি করতে পারে।”
ওয়েন্স আরও জানান, বড় আকারের সৌরঝড়ের পূর্বাভাস সাধারণত মাত্র ১৮ ঘণ্টা আগে পাওয়া যায়। ফলে প্রস্তুতির সময় অত্যন্ত সীমিত থাকে। এর প্রভাবে স্যাটেলাইট নষ্ট হয়ে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে, বিমান চলাচলে জটিলতা দেখা দিতে পারে এবং ইন্টারনেট সংযোগও মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
বাইক চালিয়ে কেরামতি দেখাতে গিয়ে বড় বিপদে পড়লেন তরুণ, ভিডিও ভাইরাল!
ইতিহাসে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ১৮৫৯ সালের ‘ক্যারিংটন ইভেন্ট’। সেই সময় সৌরঝড়ের কারণে পৃথিবীর টেলিগ্রাফ সিস্টেম অচল হয়ে পড়েছিল এবং আকাশজুড়ে অরোরা প্রদর্শিত হয়েছিল। বিজ্ঞানীদের আশঙ্কা, এবার যদি সৌরঝড় হয়, তাহলে তা ক্যারিংটন ইভেন্টের চেয়েও প্রায় ১০ গুণ বেশি শক্তিশালী হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।