‘ভাইয়া’ ডাকায় ক্ষেপলেন মিটফোর্ড হাসপাতালের সহকারী পরিচালক মফিজ

Mitford Hospital

জুমবাংলা ডেস্ক : এবার ‘ভাইয়া’ ডাকায় ক্ষেপেছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মো. মফিজুর রহমান মোল্লা। মঙ্গলবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের সার্বিক বিষয় ও সাপে কাটা রোগীদের চিকিৎসার তথ্য জানতে গেলে এ ঘটনা ঘটে।

Mitford Hospital

এই প্রতিবেদক হাসপাতালে পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তিনি ব্যস্ত আছেন বলে জানান পরিচালকের সহকারী। তিনি সহকারী পরিচালক মফিজুর রহমান মোল্লার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এসময় এই প্রতিবেদক তথ্যের জানার জন্য মফিজুর রহমানকে ‘ভাইয়া’ বলে সম্বোধন করলে তিনি ক্ষেপে যান। এছাড়া সাংবাদিকের গেটাপ পরিবর্তন করে আসতে বলেন।

উত্তেজিত হয়ে ডা. মফিজ বলেন, ‘‘আপনি আমাকে ‘ভাইয়া’ বলেন কেন? আপনি আমাকে ‘স্যার’ ডাকবেন। আপনাকে এই চেয়ারের মর্যাদা দিতে হবে। আমি কি চাইলেই প্রধানমন্ত্রীকে ‘চাচি’ ডাকতে পারবো? পারবো না। আপনি আমাকে ‘স্যার’ ডাকবেন, নয়তো ‘মিস্টার’ বলে সম্বোধন করবেন।’’

অভিযোগ রয়েছে, রোগীদের দেওয়া ফি’র কোটি টাকা লুটের অভিযোগে মিটফোর্ড হাসপাতালের সাবেক হিসাব রক্ষক (ক্যাশিয়ার) মো. আব্দুছ ছাত্তার মিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২২ সালের ডিসেম্বরে গ্রেফতার হন ছাত্তার। ছাত্তারের অর্থ লোপাটের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় এবং দায়িত্বে অবহেলার কারণে মিটফোর্ড হাসপাতালের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে দুদক। তাদের একজন ডা. মো. মফিজুর রহমান। সূত্র : বাংলা ট্রিবিউন