জুমবাংলা ডেস্ক : বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া ছয় মাসের মধ্যে সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার।
রোববার (১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলমের সঙ্গে বৈঠক এই কথা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ব্যুরোর সহকারি পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার।
বৈঠক শেষে খুরশিদ আলম গণমাধ্যমকে বলেন, রেনা বিটার এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলার সেবা বিষয়ক দ্বিপাক্ষিক আলোচনা হলেও ভিসা নীতি নিয়ে কোন আলোচনা হয়নি।
তিনি বলেন, বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীসহ জনসাধারণের ভিসা প্রক্রিয়া ৬ মাসের মধ্যে শেষ করার আশ্বাস দিয়েছেন রেনা বিটার।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার দু’দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন।ঢাকায় আসার আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি সফর করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।