বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, যার আকার তাজমহলের দ্বিগুণ! নাসার (NASA) তথ্য অনুযায়ী, অ্যাস্টরয়েড ২০১৪ টিএন১৭ (Asteroid 2014 TN17) নামের এই গ্রহাণুটি ২৬ মার্চ বিকেল ৫টা ৪ মিনিটে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। তবে বিজ্ঞানীদের মতে, এতে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের আশঙ্কা নেই।
গ্রহাণুর বিশাল আকার ও গতিবেগ
নাসার রিপোর্ট অনুসারে, অ্যাস্টরয়েড ২০১৪ টিএন১৭-এর ব্যাস প্রায় ৫৪০ ফুট, যা তাজমহলের প্রায় দ্বিগুণ। এটি ঘন্টায় প্রায় ৭৭,২৮২ কিমি গতিতে মহাকাশে ছুটে চলেছে। এটি ১.৩ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূর দিয়ে পৃথিবীকে অতিক্রম করবে, যা চাঁদের দূরত্বের প্রায় ১৩ গুণ বেশি। তাই এটি ‘নিয়ার আর্থ অ্যাস্টরয়েড (NEA)’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সংঘর্ষ হলে কী ঘটতে পারে?
বিজ্ঞানীদের মতে, যদি এমন আকারের কোনও গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে, তাহলে সেটি কয়েকশো পরমাণু বোমার সমান ধ্বংসযজ্ঞ চালাতে পারে। এমন সংঘর্ষ পৃথিবীর জলবায়ুর আমূল পরিবর্তন ঘটাবে এবং বহু বছরের জন্য প্রাণীর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়তে পারে।
আগেও এমন ঘটনা ঘটেছে
ইতিহাস বলছে, পৃথিবীতে বহু আগেই এমন গ্রহাণুর আঘাত লেগেছে, যা পরিবেশ ও প্রাণের বিবর্তনে বড় ভূমিকা রেখেছে। বিশেষজ্ঞদের মতে, ডাইনোসরদের বিলুপ্তির অন্যতম কারণও ছিল এমনই এক বিশাল গ্রহাণুর সংঘর্ষ।
যদিও অ্যাস্টরয়েড ২০১৪ টিএন১৭ পৃথিবীর কাছাকাছি এলেও, এতে বিপদের কোনও আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে নাসা। এটি আমাদের গ্রহ থেকে ৫ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে মহাকাশের অন্ধকারে মিলিয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।