আস্ত দ্বীপ কিনে ফেললেন ভারতের জনপ্রিয় গায়ক মিকা সিং

মিকা সিং

বিনোদন ডেস্ক : আস্ত এক দ্বীপ কিনে ফেললেন ভারতের জনপ্রিয় গায়ক মিকা সিং। শুধু দ্বীপই নয়, সেখানে আসা-যাওয়ার জন্য সাতটি নৌকা এবং ঘোরাঘুরির জন্য ১০টি ঘোড়াও কিনেছেন এ গায়ক।

মিকা সিং

সম্প্রতি একটি দ্বীপ দেখিয়ে মিকা সিং বলেন, আমিই প্রথম ভারতীয় গায়ক, যিনি এখন একটি দ্বীপের মালিক।

সেই দ্বীপে গিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন মিকা। যেখানে তিনি তার এই ‘স্বর্গে’ যেতে আমন্ত্রণ জানিয়েছেন। যদিও কোথায় তার সেই ‘স্বর্গ’ সে ব্যাপারে কিছুই বলেননি। তবে আপাতত সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে, একটি নয়নাভিরাম হ্রদে নৌকা ভ্রমণ উপভোগ করছেন মিকা।

ভিডিওর ক্যাপশনে মিকা লিখেছেন— ‘আমার আশ্চর্য সুন্দর স্বর্গে আপনাকে স্বাগত। আপনাকে এখানে আসতে হবে বোটে চড়ে। দয়া করে আসুন, সিং আপনার জন্য অপেক্ষা করছে।’

নানা বিতর্কে বলিউডে সবসময়ে আলোচনায় থাকেন মিকা সিং। চিকিৎসককে চড় মেরে কখনো অভিনেত্রীকে জোর করে চুমু খেয়ে সমালোচিত হয়েছেন মিকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে : মাহমুদউল্লাহ রিয়াদ

বিলাসবহুল জীবনে অভ্যস্ত মিকা সিং গানের ভুবনে আসেন ২০০৬ সালে। পার্টি সং বলতেই মিকা অপ্রতিদ্বন্দ্বী বলিউডে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর— এই গায়কের মোট সম্পত্তির পরিমাণ ১২০ কোটির কাছাকাছি। হামার এইচ-২, বিএমডব্লিউ জেড ৪-এর মতো বিলাসবহুল গাড়ি আছে মিকার। তিনিই প্রথম ব্যক্তি যিনি ভারতে রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি লিমো গাড়ি কিনেছিলেন। মুম্বাইয়ে ফ্ল্যাটসহ আরও বেশ কিছু বাংলো আছে মিকার।