জুমবাংলা ডেস্ক : আশুলিয়ায় আওয়ামী লীগের কথিত নেতা ও স্থানীয় সন্ত্রাসী রাজু আহমেদ পুলিশের হাতে গ্রেফতারের পর দিন র্যাব-৪ এর হাতে অস্ত্রসহ আটক হল রাজু বাহিনীর প্রধান জলিল।
র্যাব-৪ এই সূত্র তথ্য-টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে জলিলকে আটক করা হয়। এসময় তার কাছে গুলিসহ পিস্তল জব্দ করা হয়। তবে প্রাথমিকভাবে জানা যায় পিস্তলটি রাজু আহমেদের ।
সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, জলিল বিএনপির একজন সক্রিয় কর্মী। তবে কথিত আওয়ামী লীগের নেতা রাজুর হাত ধরে খোলস বদলে আওয়ামী লীগের ছত্রছায়ায় অপকর্ম করে আসছেন এই জলিল।
কথিত এই রাজনৈতিক নেতা রাজুর অস্ত্র, জমি দখলসহ নানা অবৈধ কাজে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগী হিসেবে কাজ করে আসছেন এই আব্দুল জলিল।
এরআগে সোমবার রাতে আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীসহ দুই ব্যক্তির ওপর হামলার করে একজনকে অপহরণের মামলায় অভিযুক্ত রাজু আহমেদ গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে রাজু আহমেদকে আশুলিয়া থানা থেকে আদালাতে পাঠানো হয়।
ভুক্তভোগীরা হলেন- আশুলিয়ার চাঁনগাও এলাকার বাসিন্দা আসাদ ও ফরিদপুরের ঝিলটলি এলাকার বাসিন্দা তুষার। তাদের মধ্যে আসাদকে তুলে নিয়ে যায় রাজু আহমেদ ও তার সহযোগীরা। এ সময় ভুক্তভোগীদের একটি গাড়ি ভাঙচুর করে রাজু আহমেদের সন্ত্রাসী বাহিনী।
গ্রেফতার রাজু আশুলিয়ার গৌরীপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি নিজেকে কখনও শিল্পপতি, কখনও শ্রমিকলীগ নেতা, কখনও স্বেচ্ছাসেবকলীগ নেতা এবং কখনও আওয়ামী লীগ নেতা হিসেবে দাবি করেন। এছাড়া তার বিরুদ্ধে জমি দখল,মানুষকে ভয়ভীতি দেখিয়ে মারধর,অপহরণ,এলাকায় রাষ্ট্রীয় সম্পদ গ্যাস অবৈধ ভাবে চুরি করে বিভিন্ন বাসা বাড়িতে দেয়া সহ বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। এই রাজু আহমেদ বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন সংগঠনের নাম ব্যবহার করে এসব অপকর্ম করে আসছিলো দীর্ঘদিন যাবৎ । স্থানীয় এলাকাবাসী রাজু বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ থাকলেও ভয়ে মুখ খুলতে পারতেন না কখনোই।
আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আরাফাতের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জমি সংক্রান্ত ঘটনার জেরে এক যুবককে মারধর করে তুলে নেওয়ার অভিযোগে রাজু আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
তবে এ বিষয়ে র্যাব-৪ এর এক কর্মকর্তা জানান, আমরা অভিযোগের সূত্র ধরে অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে রাজুর প্রধান সহযোগিতা জলিলকে আটক করা হয়েছে , আমাদের অভিযান অব্যাহত আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।