বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বাংলাদেশে ২০২৪ সালের লাইনআপের ৬টি নতুন ল্যাপটপ উন্মোচন করলো তাইওয়ানিজ ল্যাপটপ ব্র্যান্ড আসুস। এই লাইনআপে রয়েছে একটি এআই প্রযুক্তির ল্যাপটপ। আরেকটিতে রয়েছে দুইটি স্ক্রিন ও চৌম্বকীয় শক্তিতে যুক্ত স্বতন্ত্র্য কীবোর্ড। দ্বিতল এই ল্যাপটপটিতে একসঙ্গে একাধিক কাজ করা যায়। আছে ১৬ ইঞ্চি আকারের ঢাউস গেমিং ল্যাপটপ। বাদ যায়নিগেমিং কনসোল আকারের ল্যাপটপও।
মঙ্গলবার রাতে রাজধানীর একটি রেস্তোরায় ল্যাপটপগুলোর মিডিয়া লঞ্চিংয়ে প্রদর্শিত হলো ল্যাপটপগুলো। এই লাইনআপে দৃষ্টি কেড়েছে আসুস ডুয়াল-স্ক্রিন ল্যাপটপ জেনবুক ডুও, জেনবুক ১৪ ওলেড এবং নতুন গেমিং ল্যাপটপ আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬, স্ট্রিক্স স্কার ১৮ ও স্ট্রিক্স জি১৬।
অনুষ্ঠানে ল্যাপটপগুলোর বিশেষত্ব তুলে ধরা হয় প্রযুক্তি গণমাধ্যমকর্মীদের সামনে। ল্যাপটপগুলোর ফিচারগুলোর ব্যাবহারিক নান্দনিকতা তুলে ধরেন আসুস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মাদ আল ফুয়াদ, কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার আশিকুজ্জামান ও প্রোডাক্ট ম্যানেজার আসাদুর রহমান সাকি।
তারা জানিয়েছেন, ইন্টেল এর সর্বশেষ প্রজন্মের আল্ট্রা সিরিজ প্রসেসর “কোর আল্ট্রা ৯” ব্যবহার করা হয়েছে জেনবুক ডুও ল্যাপটপে। ল্যাপটপটির বিশেষ আকর্ষণ এর ডুয়াল-স্ক্রিন ডিসপ্লে যার দুটি ডিসপ্লেই ওলেড। প্রফেশনাল কাজের জন্য আরও সুবিধা দিতে ল্যাপটপটির সাথে রয়েছে ডিটাচেবল কীবোর্ড এবং কিকস্ট্যান্ড। এছাড়াও এ বছরের এআই-রেডি আরওজি সিরিজের ল্যাপটপে যোগ হয়েছে জেফাইরাস জি১৪ ও জি১৬। যথাক্রমে ১৪ ও ১৬ ইঞ্চির ল্যাপটপ দুটিতে থাকছে এমডি রাইজেন ৯ ও ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর। আর গেমিংয়ের জন্য বাজারের এখন পর্যন্ত তৈরি সবচেয়ে শক্তিশালী ল্যাপটপ আরওজি স্ট্রিক্স স্কার ১৮ ল্যাপটপটিতে থাকছে ৬৪ গিগাবাইট র্যাম, ১ টেরাবাইট এসএসডি। প্রফেশনাল কাজ, দৈনন্দিন প্রয়োজন, কিংবা গেমিং সব কাজেই দারুণ অভিজ্ঞতা মিলবে ল্যাপটপগুলোতে।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন উন্মোচিত প্রতিটি ল্যাপটপে রয়েছে অত্যাধুনিক সব ফিচার সাথে সাম্প্রতিক কনফিগারেশন। আসুসের এই অভিনব সব ল্যাপটপে থাকছে এআই-রেডি ফিচার। সদ্য অবমুক্ত জেনবুক ডুও ও জেনবুক ১৪ ওলেড দেশের বাজারে পাওয়া যাবে যথাক্রমে ২,৫২,০০০ টাকায়, ও ১,৬০,০০০ টাকায়। রিপাব্লিক অফ গেমারস জেফাইরাস সিরিজের ল্যাপটপ জি১৪ ও জি১৬ পাওয়া যাবে ২,৮০,০০০ থেকে ৩,৬২,০০০ টাকায়। স্ট্রিক্স জি১৬ ও স্কার ১৮ পাওয়া যাবে যথাক্রমে ২,৫৬,০০০ ও ৫,৬০,০০০ টাকায়।
আসুসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এমডি আল ফুয়াদ বলেন, “বাংলাদেশে আসুসের ২০২৪ সালের নতুন ল্যাপটপগুলো আনতে পেরে আমরা আনন্দিত। আসুস বাংলাদেশ সবসময় নতুন কিছু আনার চেষ্টা করে। আমাদের ২০২৪ লাইনআপে আসুস এবং আরওজি-এই দু ধরনের ল্যাপটপে আছে বিশেষ সব ফিচার। আমরা বিশ্বাস করি এই ল্যাপটপগুলো গ্রাহকদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা দিবে।”
আসুস ল্যাপটপ লাইনআপ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আসুস এর বাংলদেশী পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার ও পরিচালক জসিম উদ্দিন খন্দকার।
বক্তব্যে আসুস সবসময় সময়ের সঙ্গে এর প্রযুক্তি আপডেট রাখে জানিয়ে জসিম উদ্দিন খন্দকার বলেন, একটি প্রসেসরে অযুত ট্রানজিস্টার দরকার হয়। এতে দাম বাড়ে। সেই ক্ষেত্রে দাম কমাতে এবং শক্তিমত্তায় এগিয়ে রাখতে আসুস এখন এআই ভিত্তিক প্রসেসর ব্যবহারে জোর দিয়েছে।
প্রযুক্তির দুনিয়া ছেড়ে চাষের কাজে নেমেছেন সাবেক মাইক্রোসফট কর্মী
অপরদিকে রফিকুল ইসলাম বলেন, আসুস ব্র্যান্ড বিষয়ে প্রযুক্তি সাংবাদিকরা আগে থেকেই জানেন। এখন ৪র্থ শিল্প বিপ্লবের পরিবর্তীত সময়ে তারা রিভিউ এর মাধ্যমে বিষয়টিকে গণমানুষের কাছে তুলে ধরবেন বলে আশা করি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।